হোম /খবর /খেলা /
খেপের মাঠ থেকে আইপিএল! স্বপ্নপূরণ একেই বলে! ইঞ্জিনিয়ার আকাশ এখন মুম্বইয়ের হিরো

Akash Madhwal: খেপের মাঠ থেকে আইপিএল! স্বপ্নপূরণ একেই বলে! ইঞ্জিনিয়ার আকাশ এখন মুম্বইয়ের হিরো

Akash Madhwal: মুম্বইয়ের বিরুদ্ধে আকাশ মাধওয়াল ৩.৩ ওভার বোলিং করে ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ইকোনমি মাত্র ১.৪২ রান প্রতি ওভার। একসঙ্গে আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের।

  • Share this:

মুম্বই: আইপিএলের প্রথম এলিমিনিটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে পৌছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয়ে বড় ভূমিকা নিয়েছে আকাশ মাধওয়াল। ৫ রানে ৫ উইকেট নিয়ে একাই ভেঙে দিয়েছেন ক্রুণাল পান্ডিয়ার দলের মেরুদণ্ড। একইসঙ্গে আইিপএলের রেকর্ড বুকেও নাম তুলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ পেসার। গতি ও নিয়ন্ত্রণের এমন মেলবন্ধন থেকে আকাশের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা।

মুম্বইয়ের বিরুদ্ধে আকাশ মাধওয়াল ৩.৩ ওভার বোলিং করে ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ইকোনমি মাত্র ১.৪২ রান প্রতি ওভার। তাঁর শিকারের তালিকায় রয়েছেন প্রেরক মাঁকড়, আয়ূশ বাদোনি, নিকোলাস পুরান, রবি বিষ্ণোই এবং মহসিন খান। আইপিএলের ইতিহাসে প্লে অফে সারা বোলিং পারফরম্যান্স করলেন মাধওয়াল। মাধওয়ালের আগে প্লে অফের এক ম্যাচে সর্বাধিক চারটি উইকেট নেওয়ার নজির ছিল ডাগ বোলিনজারের। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সবথেকে কম রান দিয়ে ৫ উইকেট নেওয়ার নজিরও গড়লেন আকাশ। এর আগে অনিল কুম্বলেও ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।

তবে একদা পেশায় ইঞ্জিনিয়ার আকাশ মাধওয়ালের পেসার হওয়াক পথটা মোটেই সহজ ছিল না। ক্রিকেটের প্রতি বরাবরই শখ ছিল আকাশের। ৪ বছর আগে পর্যন্ত উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় টেনিস বলে খেপ খেলে বেড়াতেন আকাশ মাধওয়াল। ২০১৯ সালে উত্তরাখণ্ডের ট্রায়ালে ওয়াসিম জাফরের চোখে পড়েই জীবনটা বদলে যায় আকাশ মাধওয়ালের। দলে সুযোগ দিয়েই মুস্তাক আলি ট্রফিতে নামিয়ে দেওয়া হয়। প্রথম ম্যাচে ঘাবড়ে গিয়েছিলেন খুব একচা ভালো পারফর্মও করতে পারেননি।

আরও পড়ুনঃ MS Dhoni: পরের বছর সিএসকের জার্সিতে ফিরবেন ধোনি! ফাইনালের আগেই বড় ইঙ্গিত দিলেন চেন্নাইয়ের বোলিং কোচ

প্রথম দিকে আকাশের বলে গতি থাকলেও স্লোয়ার, কাটার সহ নানা জিনিস ট্রাই করতেন। কোচেদের কথা শুনে নিজেকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে থাকেন। হাল না ছেড়ে শেষ চার বছরে কঠোর পরিশ্রম করেন আকাশ। নিজের বোলিংয়ের আমূল পরিবর্তন ঘটান। তাঁর প্রধান অস্ত্র পেসের উপর জোর দেন। বর্তমানে তিনি উত্তরাখণ্ডের অধিনায়ক। তারপর আইপিএলে আকাশের পারফরম্যান্স তো সকলের চোখের সামনে। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। এখন আইপিএল জয় প্রধান লক্ষ্য আকাশ মাধওয়ালের।

Published by:Sudip Paul
First published:

Tags: Engineer, History, IPL 2023, Lucknow Super Giants, Mumbai Indians