MS Dhoni: পরের বছর সিএসকের জার্সিতে ফিরবেন ধোনি! ফাইনালের আগেই বড় ইঙ্গিত দিলেন চেন্নাইয়ের বোলিং কোচ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: এবার ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো। আগামি বছর চেন্নাইয়ের জার্সি ধোনি গায়ে তুলবেন কিনা সে বিষয়ে স্পষ্ট উত্তর দিলেন ক্যারিবিয়ান তারকা।
কলকাতা: আইপিএল ২০২৩-এর প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে গ্রুপ চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সকে হারায় এম এস ধোনির গল। ফাইনালে পৌছতেই আরও একবার ওঠ ধোনির অবসরের প্রসঙ্গ। ম্যাচ শেষে সেই প্রশ্নে নিজের বু্দ্ধি দিয়ে এড়িয়ে যান এমএসডি। কিন্তু এবার ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো। আগামি বছর চেন্নাইয়ের জার্সি ধোনি গায়ে তুলবেন কিনা সে বিষয়ে স্পষ্ট উত্তর দিলেন ক্যারিবিয়ান তারকা।
গুজরাত ম্যাচের পর ধোনিকে অবসর নিয়ে প্রশ্ন করলে উত্তরে বলেন, ‘আমি জানি না। এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ৮ থেকে ৯ মাস সময় রয়েছে। এখন কেন আমার মাথাব্যথা হবে। আমি সবসময় সিএসকে-র জন্য উপলব্ধ থাকব, খেলা হোক বা বাইরে থেকে।’ তবে একটি স্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সিএসকের বোলিং কোচ ব্রাভো নিশ্চিৎ করেছেন, ধোনিকে আগামি বছরও চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাবে।
advertisement
advertisement
ব্রাভো সাক্ষাৎকারে বলেছেন,’এম এস ধোনির কেরিয়ার নিঃসন্দেহে আরও দীর্ঘায়িত হবে। ইমপ্যাক্ট কেরিয়ারের কারণে একশো শতাংশ নিশ্চিৎ। বর্তমানে ধোনি অনেক নীচে নেমে ব্যাটিং করেন। ব্যাটার ধোনির খুব একটা দরকার পড়ে না। অজিঙ্কে রাহানে ও শিবম দুবের মত ক্রিকেটাররা ব্যাটিং লাইনকে অনেক শক্তিশালী করেছে। তবে ব্যাটার ধোনির দরকার না থাকলেও, দল যদি চাপে থাকে দলকে ঠান্ডা রাখার ও দলকে কঠিন পরিস্থিতি থেেক বার করে আনার ক্ষমতা ধোনির রয়েছে।’
advertisement
প্রসঙ্গত, ধোনি নিজে এই মুহূর্তে তাঁর অবসর নিয়ে কিছুই ভাবছেন না। সামনে আরও একটি আইপিএল ফাইনাল। দশমবার ফইনালে চেন্নাই সুপার কিংস। দলকে পঞ্চম ট্রফি দেওয়াই এখন প্রধান লক্ষ্য চার বারের আইপিএল জয়ী অধিনায়কের। আহমেদাবাদে মুম্বই না গুজরাত কোন দল ধোনির প্রতিপক্ষ হবে তাই এখন দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 9:17 AM IST