TRENDING:

GT vs LSG: শুভমান ও ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিং, লখনউকে ২২৮ রানের টার্গেট দিল গুজরাত

Last Updated:

GT vs LSG: ঘরের মাঠে ব্যাটিং তাণ্ডব গুজরাত টাইটান্সের। লখনউ সুপার জায়ান্টসের বোলারের নিয়ে রীতিমত ছেলে খেলা হার্দিক পাণ্ডিয়ার দল। সৌজন্যে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার বিধ্বংসী ব্যাটিং। ২০ ওভারে ২২৭ রানের বিশাল স্কোর খাড়া করল গুজরাত টাইটান্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: ঘরের মাঠে ব্যাটিং তাণ্ডব গুজরাত টাইটান্সের। লখনউ সুপার জায়ান্টসের বোলারের নিয়ে রীতিমত ছেলে খেলা হার্দিক পাণ্ডিয়ার দল। সৌজন্যে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার বিধ্বংসী ব্যাটিং। এদিনের ম্যাচে আইপিএলের ইতিহাসে প্রথমবার দুই ভাই দুই দলের অধিনায়কত্ব করলেন। ইতিহাসের পাতায় নাম লেখালেন হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া। কিন্তু দাদা দলের বিপক্ষে অধিনায়কত্বের শুরুটা খুব একটা সুখকর হল না ক্রুণালের। ২০ ওভারে ২২৭ রানের বিশাল স্কোর খাড়া করল গুজরাত টাইটান্স।
advertisement

ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন গুজরাত টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। একের পর এক মারকাটাকি শট খেলে ঝড়ের গতিত রান তুলতে থাকনে। পাওয়ার প্লে শেষের অনেক আগেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুই তারকা। ৮ ওভারেই একশো রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন তারা। ২০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ঋদ্ধি। শেষ পর্যন্ত ১৩তম ওভারের প্রথম বলে দলের ১৪২ রানের মাথায় আউট হন ঋদ্ধিমান সাহা। ৪৩ বলে ৮১ রান করেন তিনি।

advertisement

এরপর ক্রিজে আসেন হার্দিক পাণ্ডিয়া। এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। অপরদিকে নিজের শতরান পূরণ করেন শুভমান গিল। হার্দিক ও শুভমান ঝড়ের গতিতে ৪২ রানের পার্টনারশিপ পূরণ করেন। ১৫ বলে ২৫ রান করে মহসিন খানের বলে আউট হন হার্দিক। এরপর ক্রিজে আসেন ডেভিড মিলার। শুভমান গিলের সঙ্গে তিনিও স্লগ ওভারে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন। তাদের ব্যাটেই গুজরাতেপ ইনিংস দুশো পার করে।

advertisement

আরও পড়ুনঃ India vs Pakistan: ভাবা যায়! ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য শর্ত দিল পাকিস্তান, চরমে বিসিসিআই-পিসিবি ‘যুদ্ধ’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শেষের দিকে রানের গতিবেগ আরও বাড়ান শুভমান গিল ও ডেভিড মিলার। লখনউয়ের কোনও বোলারই এদিন দাগ কাটতে পারেনি। একটা সময় মনে হয়েছিল নিজের শতরান করে ফেলবেন শুভমান গিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রান করে গুজরাত। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ১২ বলে ২১ করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। জয়ের জন্য লখনউয়ের সামনে পাহাড় প্রমাণ ২২৮ রানের টার্গেট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
GT vs LSG: শুভমান ও ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিং, লখনউকে ২২৮ রানের টার্গেট দিল গুজরাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল