ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন গুজরাত টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। একের পর এক মারকাটাকি শট খেলে ঝড়ের গতিত রান তুলতে থাকনে। পাওয়ার প্লে শেষের অনেক আগেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুই তারকা। ৮ ওভারেই একশো রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন তারা। ২০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ঋদ্ধি। শেষ পর্যন্ত ১৩তম ওভারের প্রথম বলে দলের ১৪২ রানের মাথায় আউট হন ঋদ্ধিমান সাহা। ৪৩ বলে ৮১ রান করেন তিনি।
advertisement
এরপর ক্রিজে আসেন হার্দিক পাণ্ডিয়া। এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। অপরদিকে নিজের শতরান পূরণ করেন শুভমান গিল। হার্দিক ও শুভমান ঝড়ের গতিতে ৪২ রানের পার্টনারশিপ পূরণ করেন। ১৫ বলে ২৫ রান করে মহসিন খানের বলে আউট হন হার্দিক। এরপর ক্রিজে আসেন ডেভিড মিলার। শুভমান গিলের সঙ্গে তিনিও স্লগ ওভারে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন। তাদের ব্যাটেই গুজরাতেপ ইনিংস দুশো পার করে।
শেষের দিকে রানের গতিবেগ আরও বাড়ান শুভমান গিল ও ডেভিড মিলার। লখনউয়ের কোনও বোলারই এদিন দাগ কাটতে পারেনি। একটা সময় মনে হয়েছিল নিজের শতরান করে ফেলবেন শুভমান গিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রান করে গুজরাত। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ১২ বলে ২১ করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। জয়ের জন্য লখনউয়ের সামনে পাহাড় প্রমাণ ২২৮ রানের টার্গেট।