TRENDING:

WTC Final: `ঋদ্ধিমান নেই কেন টেস্ট দলে'? ভারতীয় নির্বাচকদের তুলোধোনা হরভজনের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কেন ভারতীয় দলে জায়গা হল না ঋদ্ধিমান সাহার? প্রশ্নটা তুলে দিলেন হরভজন সিং। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ঈশান কিষান এবং শ্রীকর ভরতকে নিয়েছে ভারত। কিন্তু অভিজ্ঞতার এবং যোগ্যতার বিচারে জায়গা পাওয়া উচিত ছিল ঋদ্ধিমানের। ভাজ্জি জানিয়েছেন ঋষভ পন্থ যখন নেই তখন ভারত তাকে মিস করবে এই নিয়ে সন্দেহ নেই। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে অতীতে সেঞ্চুরি আছে তার। পন্থকে বল করতে ভয় পায় অস্ট্রেলিয়া।
ঋদ্ধিমানকে না রাখা ভুল বলছেন ভাজ্জি
ঋদ্ধিমানকে না রাখা ভুল বলছেন ভাজ্জি
advertisement

কিন্তু তিনি যখন নেই তখন ঈশান সঠিক নির্বাচন। আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং কিপার হিসেবে খারাপ নন। কিন্তু ভরত কোন যুক্তিতে দলে জায়গা পান বুঝতে পারছেন না ভাজ্জি। আইপিএলে গুজরাত ফাইনাল পর্যন্ত উঠেছিল। কঠিন ফাইনালে ঋদ্ধিমান সাহার ৫৪ রানের লড়াকু ইনিংস ভোলার নয়। তাছাড়া উইকেটকিপার হিসেবে বাকিদের থেকে অনেক এগিয়ে সাহা।

advertisement

তাই সব মিলিয়ে তাকে অন্তত দলে রাখা উচিত ছিল এই বিষয়ে সন্দেহ নেই ভাজ্জির। আসলে ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর থেকে দক্ষিণ ভারতীয় ক্রিকেটারদের টানা হচ্ছে এমন অভিযোগ আছে। হতে পারে সেই কারণেই সঠিক বিচার হয়নি বাংলার উইকেট কিপার ব্যাটসম্যানের সঙ্গে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আইপিএলে ঋদ্ধিমান যথেষ্ট ভাল পারফর্ম করেও যদি টেস্ট দলে জায়গা না পান তাহলে কিছু বলার নেই। হরভজন বলেছেন ভারতের সব আসার টিকে আছে ঈশান কিষান কেমন পারফর্ম করেন তার ওপর। তিনি যদি স্বাভাবিক আক্রমনাত্মক খেলা খেলতে পারে ভারত ভাল করবে। আর না পারলে ভারত খারাপ করবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final: `ঋদ্ধিমান নেই কেন টেস্ট দলে'? ভারতীয় নির্বাচকদের তুলোধোনা হরভজনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল