কিন্তু তিনি যখন নেই তখন ঈশান সঠিক নির্বাচন। আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং কিপার হিসেবে খারাপ নন। কিন্তু ভরত কোন যুক্তিতে দলে জায়গা পান বুঝতে পারছেন না ভাজ্জি। আইপিএলে গুজরাত ফাইনাল পর্যন্ত উঠেছিল। কঠিন ফাইনালে ঋদ্ধিমান সাহার ৫৪ রানের লড়াকু ইনিংস ভোলার নয়। তাছাড়া উইকেটকিপার হিসেবে বাকিদের থেকে অনেক এগিয়ে সাহা।
তাই সব মিলিয়ে তাকে অন্তত দলে রাখা উচিত ছিল এই বিষয়ে সন্দেহ নেই ভাজ্জির। আসলে ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর থেকে দক্ষিণ ভারতীয় ক্রিকেটারদের টানা হচ্ছে এমন অভিযোগ আছে। হতে পারে সেই কারণেই সঠিক বিচার হয়নি বাংলার উইকেট কিপার ব্যাটসম্যানের সঙ্গে।
আইপিএলে ঋদ্ধিমান যথেষ্ট ভাল পারফর্ম করেও যদি টেস্ট দলে জায়গা না পান তাহলে কিছু বলার নেই। হরভজন বলেছেন ভারতের সব আসার টিকে আছে ঈশান কিষান কেমন পারফর্ম করেন তার ওপর। তিনি যদি স্বাভাবিক আক্রমনাত্মক খেলা খেলতে পারে ভারত ভাল করবে। আর না পারলে ভারত খারাপ করবে।