ভারতীয় দল থেকে তাঁকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। বাংলার সঙ্গে মনোমালিন্যের জেরে পারি দিয়েছিলেন ত্রিপুরাতে। তবে এই মরশুমে ফের বাংলায় ফিরে আসেন ঘরের ছেলে। আর এটাই তার শেষ মরশুম হতে চলেছে তা একপ্রকার ঠিক করেই রেখেছিলেন। রঞ্জিতে ৩টি ম্যাচ হেরেছে বাংলা। গ্রুপের শেষ দুটি ম্যাচ ইডেনে। বাংলা নকআউটে না গেলে ইডেনেই হয়তো কেরিয়ারে ইতি টানবেন ঋদ্ধি।
advertisement
নিজের অবসররের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন শিলিগুড়ির ছেলে। তারকা উইকেটকিপার-ব্যাটার লিখেছেন,”এটাই আমার শেষ মরশুম। বালার হয়ে শেষবারের মত নামতে পেরে আমি গর্বিত। অবসরের আগে শেষবার রঞ্জি ট্রফিতে নামতে চাই। আমার এই ক্রিকেট জীবনে যাঁরা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। এই মরশুমটাকেও স্মরণীয় করে রাখতে চাই।”
আরও পড়ুনঃ KKR News: কেকেআর ভাঙবে মুম্বইয়ের ঘর! শক্তি বাড়াতে মহাতারকাকে নেবে কলকাতা! জানুন বিস্তারিত
প্রসঙ্গত, ২০১০-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো তাঁর। ২০১৪-য় এমএস ধোনি টেস্ট থেকে অবসরের পর ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন ঋদ্ধি। ২০১৮তে ঋষভ পন্থের উত্থানের পর বিদেশের মাঠে রিজার্ভ বেঞ্চে জায়গা হয়েছিলো তাঁর। ২০২১-এ রাহুল দ্রাবিড় কোচ হিসেবে যোগ দেওয়ার পরে জাতীয় দল থেকে ছিটিকে গিয়েছিলেন ঋদ্ধি। দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন তিনি। ২৯.৩১ গড়ে করেছেন ১৩৫৩ রান। ৩টি শতরান রয়েছে তাঁর।