TRENDING:

কেরিয়ারের শেষ ম্যাচ খেলছেন টিম ইন্ডিয়ার মহাতারকা, নিয়ে ফেলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত

Last Updated:
India Cricketer Announce Retirement: একদিকে যখন বিরাট-রোহিতদের অবসর নিয়ে জল্পনা-চর্চার শেষ নেই, অন্যদিকে নিজের ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলছেন অপর এক তারকা ক্রিকেটার।
advertisement
1/6
কেরিয়ারের শেষ ম্যাচ খেলছেন টিম ইন্ডিয়ার মহাতারকা, নিয়ে ফেলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত
ভারতীয় ক্রিকেট এক বড় পালা বদলের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত মহাতারকারা। অন্য দুই ফরম্যাটে আর কতদিন খেলবেন তারা তা নিয়েও রয়েছে জল্পনা।
advertisement
2/6
একদিকে যখন বিরাট-রোহিতদের অবসর নিয়ে জল্পনা-চর্চার শেষ নেই, অন্যদিকে নিজের ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলছেন অপর এক তারকা ক্রিকেটার। উইকেটে পিছনে দীর্ঘ বছর জাতীয় দলকে ভরসা দিয়েছেন তিনি। ধোনি পরবর্তী জমানায় টেস্ট ক্রিকেটে তিনিই ছিলেন টিম ইন্ডিয়ার 'স্পাইডারম্যান'।
advertisement
3/6
কথা হচ্ছে ভারতীয় দলের উইকেটকিপার বাংলার ছেলে ঋদ্ধিমান সাহার। ইডেনের মাঠেই শুরু হয়েছিল ক্রিকেট কেরিয়ার, আর সেই ইডেনেই শেষ হচ্ছে পাপলির ক্রিকেট জীবন। পঞ্জাবের বিরুদ্ধে বাংলার এই গুরুত্বপূর্ণ ম্যাচে শেষবার দেখতে পাওয়া যাচ্ছে ঋদ্ধিমানকে।
advertisement
4/6
১৭ বছরেরও বেশি সময় ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কেরিয়ারের শেষ ম্যাচের আগে আবেগ প্রবণ ঋদ্ধি। অবসরের আগে তাকে অনন্য সম্মান দিল সিএবি। বৃহস্পতিবার ইডেনে পাঞ্জাব ম্যাচ শুরুর আগে ঋদ্ধিকে সংবর্ধনা দেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তাঁর হাতে সতীর্থদের সই করা জার্সি তুলে দেন তিনি।
advertisement
5/6
ঋদ্ধিমান তার ক্রিকেট ক্যারিয়ারে ১৪১টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪১.৬৮ গড়ে ৭১৬৯ রান করেছেন এবং ১৪ বার শতরান ও ৪৪ বার অর্ধ শতরান করেছেন। ভারতের হয়ে ৪০ টি টেস্টে ২৯.৪১ গড়ে ১৩৫৩ রান, ৩ বার শতরান, ৬টি অর্ধশতরান করেছেন।
advertisement
6/6
অবসর নিয়ে ঋদ্ধি বলেন, “একদিন না একদিন সবাইকেই ক্রিকেট ছাড়তে হয়। আমিও ছাড়ছি। এতদিন ধরে খেলছি জানতাম এমন দিন আসবে। যারা আমাকে চেনেন এবং আমার সাথে মিসেছেন তাঁরা জানেন আমি খুব একটা আবেগপ্রবন নই। আমি চুইংগাম কিংবা মেগা সিরিয়ালের মতন ক্রিকেটকে টেনে নিয়ে যেতে চাইনা। অনেক সিরিয়াল শেষ পর্যন্ত শেষ হতে চায়না। আমিও আমার কেরিয়ার সেভাবে টেনে নিয়ে যেতে চাইনা।”
বাংলা খবর/ছবি/খেলা/
কেরিয়ারের শেষ ম্যাচ খেলছেন টিম ইন্ডিয়ার মহাতারকা, নিয়ে ফেলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল