TRENDING:
advertisement
বাংলা খবর » Tag » Cheteshwar Pujara

চেতেশ্বর পূজারা খবর

<h3><strong>চেতেশ্বর পূজারা: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!</strong></h3> <h3><strong>পুরো নাম</strong></h3> <p><span style="font-weight: 400;">চেতেশ্বর পূজারা</span></p> <h3><strong>জন্ম</strong></h3> <p><span style="font-weight: 400;">২৫ জানুয়ারি, ১৯৮৮</span></p> <h3><strong>উচ্চতা</strong></h3> <p><span style="font-weight: 400;">৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)</span></p> <p><span style="font-weight: 400;">জাতীয়তা</span></p> <p><span style="font-weight: 400;">ভারতীয়</span></p> <p><span style="font-weight: 400;">ক্রীড়াবিদ</span></p> <p><span style="font-weight: 400;">ডানহাতি ব্যাটসম্যান</span></p> <h3><strong>পরিবার</strong></h3> <p><span style="font-weight: 400;"><strong>পিতা</strong>: অরবিন্দ পূজারা</span></p> <p><span style="font-weight: 400;"><strong>মা</strong>: রিনা পূজারা</span></p> <p><span style="font-weight: 400;"><strong>স্ত্রী</strong>: পূজা পাবারি</span></p> <h3><strong>কেরিয়ারের সূচনা</strong></h3> <p><span style="font-weight: 400;">ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে পূজারা এটি বড় নাম। প্রায় গত এক দশক ধরে টেস্ট দলের স্থায়ী সদস্য হয়ে তিনি ভারতের হয়ে খেলেন। পূজারা মাত্র ৬ বছর বয়স থেকেই ক্রিকেট খেলতেন। প্রফেশনাল ক্রিকেটে তাঁর পদার্পণ হয় ২০০৫ সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সঙ্গে। এরপর ২০০৭ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জায়গা পান তিনি। এই টুর্নামেন্টে মাত্র ৬টি ম্যাচে ৩৪৯ রান করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২০০১৭ সালে সৌরাষ্ট্রের হয়ে তাঁর ফার্স্ট-ক্লাস ক্রিকেটে অভিষেক হয়।  </span></p> <p><strong>আন্তর্জাতিক অভিষেক</strong></p> <p><span style="font-weight: 400;">২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ডেবিউ করেন পূজারা। এই টেস্ট ম্যাচে ৭৬ রান করেন তিনি। এরপর ২ বছর তাঁর সময় খারাপ কাটলেও ২০১২ সালে ফের জাতীয় দলে সুযোগ পান তিনি। এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেন। ওই বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ডবল-সেঞ্চুরির স্কোর করেন।</span></p> <p><strong>উত্থান</strong></p> <p><span style="font-weight: 400;">২০১২ সালের পর থেকে ভারতীয় টেস্ট দলে ওপেনার হিসেবে তাঁর স্থান স্থায়ী হয়ে যায়। ২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তার আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়। ওই বছরই টেস্ট ফরম্যাটে তাঁর ১০০০ রান পূর্ণ হয়। ২০১৩ সালের একটি টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৩ ম্যাচে ২৮০ রান করেন তিনি। </span></p> <p><span style="font-weight: 400;">২০১৪ সালে তাঁর ফর্ম কিছুটা খারাপ হয়। এক বছরের মাথায় ফর্ম ফিরে আসে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি সেঞ্চুরি করেন। ২০১৫ সালে টেস্টে পূজারা ১৩১৬ রান করে বিশ্বের সেরার তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছন। ২০১৬-১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ৫ ম্যাচের টেস্ট সিরিজে একটি ডবল-সেঞ্চুরি সহ সর্বোচ্চ রান করে রেকর্ড গড়েন।   </span></p> <p><span style="font-weight: 400;">২০১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। এই সিরিজে পূজারা ৫ ম্যাচে ৫২১ রান করে ভারতের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সিরিজে তিনিই সর্বোচ্চ রান করেন এবং ম্যান অফ দ্য সিরিজের শিরোপা পান।  </span></p> <h3><strong>ক্লাব ক্রিকেট</strong></h3> <p><span style="font-weight: 400;">পূজারা ২০০৮ সাল অর্থাৎ আইপিএল প্রথম সংস্করণ থেকেই টুর্নামেন্টের অংশ হলেই তিনি এখনও পর্যন্ত মাত্র ৩০টি ম্যাচ খেলেছেন। প্রথম ৩টি সিজন তিনি কলকাতা নাইট রাইডার্স শিবিরের অংশ ছিলেন। এই ৩ সিজনে তাঁকে মাত্র ১০টি ম্যাচ খেলতে দেখা যায়। </span></p> <p><span style="font-weight: 400;">২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পূজারাকে নিজের দলে নেয়। ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্যাঙ্গালোর ফ্রাঞ্চাইজির অংশ হয়ে থাকেন। ২০১৪ সালের পর পূজারার জন্য নিলামে কোনও দলই হাত তোলেনি। ২০২১ সালে চেন্নাই সুপার কিংস এই ডানহাতি ব্যাটসম্যানকে ৫০ লক্ষ টাকা দিয়ে স্কোয়াডে জায়গা দেয়। যদিও এই সিজনে তিনি কোনও ম্যাচই খেলেননি। </span></p> <h3><strong>বিভিন্ন ফরম্যাটে পূজারার রান</strong></h3> <p><span style="font-weight: 400;">টেস্ট ক্রিকেটে পূজারা মোট ৯৫টি ম্যাচে খেলে ৬৭১৩ রান করেছেন যার মধ্যে ১৮টি সেঞ্চুরি এবং ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওয়ান ডে ফরম্যাটে তিনি মোট ৫টি ম্যাচ খেলে ৫১ রান করেছেন।</span></p>
আরো দেখুন …

সব খবর

Open in App
হোম
খবর
ফটো
লোকাল