চেতেশ্বর পুজারা ঘোষণা করে দিলেন, আর ক্রিকেট খেলবেন না। রবিবার সকালে এমন এক সোশ্যাল মিডিয়া পোস্ট অনেকের মন খারাপ করে দিল। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্য ওভালে শেষবার খেলেছিলেন তিনি। ভারতীয় জার্সিতে তাঁর শেষ ম্যাচ ছিল সেটাই। তার উপর খেলার আশা করলেও আর টিম ম্যানেজমেন্ট তাঁকে ডাকেনি।
advertisement
পুজারা তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লিখে জানিয়েছেন, ”ভারতের জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং মাঠে পা রেখে প্রত্যেকবার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা – এই অনুভূতিগুলো শব্দে লিখে বর্ণনা করা সম্ভব নয়। তবে যেমন বলা হয়, সব ভাল জিনিসের একটা শেষ আছে। কৃতজ্ঞতা-সহ সবাইকে জানাচ্ছি, আমি আজ থেকে ভারতের সকল স্তরের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সকলের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন- চাকরি গেল ভারতীয় দলের পুরনো সাপোর্ট স্টাফের! গম্ভীরের জমানায় হচ্ছেটা কী টিম ইন্ডিয়ায়!
পোস্টের সঙ্গে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, নিজের দুই দশকের দীর্ঘ ক্রিকেট জার্নির কথা উল্লেখ করেছেন। টিমমেট, কোচ, ফ্যান এবং পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ক্রিকেট তাঁকে যে স্মৃতি ও শিক্ষা দিয়েছে, তা তিনি আজীবন উদযাপন করবেন।
চেতেশ্বর পুজারা টেস্ট ক্রিকেটে ভারতের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রহকারী। তিনি করেছেন ৭১৯৫ রান, গড় ৪৩.৬০, ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। ২০১০ সালে তাঁর ডেবিউ হয়। ভারতের হয়ে মোট ১০৩টি টেস্ট এবং ৫টি ODI খেলেছেন তিনি।৩৭ বছর বয়সি পুজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। তার পর থেকে আর সুযোগ পাননি।