Team India : গম্ভীর জমানায় হচ্ছেটা কী? চাকরি গেল টিম ইন্ডিয়ার সব থেকে পুরনো এক সদস্যের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir- চাকরি গেল ভারতীয় দলের সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফের। এর আগে চাকরি হারান সোহম দেশাই, টি দিলীপের মতো গুরুত্বপূর্ণ সদস্য। এবার চাকরি গেল দলের সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফ রাজীব কুমারের।
মুম্বই : তিনি দলের দায়িত্ব নেওয়ার পর অনেক অদল-বদল হয়েছে। তবে তাতে ভারতীয় দলের পারফরম্য়ান্সে আহামরি কোনও উন্নতি হয়েছে বলা যায় না। তবুও গৌতম গম্ভীরকে এখনও সেভাবে সমালোচনার শিকার হতে হয়নি। তবে এবার গম্ভীরের জমানায় ভারতীয় দলে একের পর এক চাকরি যাচ্ছে। ফলে এবার কি সমালোচনায় বিদ্ধ হতে হবে গৌতিকে!
চাকরি গেল ভারতীয় দলের সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফের। এর আগে চাকরি হারান সোহম দেশাই, টি দিলীপের মতো গুরুত্বপূর্ণ সদস্য। এবার চাকরি গেল দলের সবচেয়ে পুরনো সাপোর্ট স্টাফ রাজীব কুমারের। জানা যাচ্ছে, প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি টিম ইন্ডিয়ার ম্যাসিওর হিসেবে দায়িত্ব সামলেছেন। তবে এশিয়া কাপের শুরুর ঠিক আগেই চাকরি খোয়ালেন তিনি।
advertisement
ইংল্যান্ড সফরেও গিয়েছিলেন রাজীব। ফিরে আসার পর নতুন চুক্তি হওয়ার কথা ছিল। তবে সেটা আর হল না। টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের এক গুরুত্বপূর্ণ সদস্য দাবি করলেন, অনেক সাপোর্ট স্টাফই দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন। এতে একটা খারাপ দিক তৈরি হয়। দলের উন্নতিতে বাধা তৈরি হয়। তা হলে সেই কারণেই কি চাকরি গেল রাজীবের?
advertisement
advertisement
আরও পড়ুন- এশিয়া কাপের দল নির্বাচনের পর বড় পরিবর্তন, অজিত আগারকরের দল ছাড়বেন দুই নির্বাচক
ফিল্ডিং কোচ টি দিলীপেরও চাকরি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে ইংল্যান্ড সফরের আগে তাঁর সঙ্গে আবার চুক্তি নবিকরণ করে বোর্ড। তবে এশিয়া কাপের আগে আবার তাঁর চাকরি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ওদিকে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছেঁটে ফেলেছিল টিম ম্য়ানেজমেন্ট। ফলে গম্ভীর জমানায় এই অনিশ্চয়তা নিয়ে কথা উঠতে শুরু হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 6:12 PM IST