Team India: এশিয়া কাপের দল নির্বাচনের পর বড় পরিবর্তন, অজিত আগারকরের দল ছাড়বেন দুই নির্বাচক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিনিয়র পুরুষ ও মহিলা দলসহ জুনিয়র পর্যায়ের নির্বাচন কমিটিতে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই ঘোষণা ভারতীয় ক্রিকেটে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে।
ভারতের এশিয়া কাপ ২০২৫-এর দল ঘোষণার ঠিক এক সপ্তাহের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই নির্বাচকের পদ খালি হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিনিয়র পুরুষ ও মহিলা দলসহ জুনিয়র পর্যায়ের নির্বাচন কমিটিতে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই ঘোষণা ভারতীয় ক্রিকেটে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে।
সিনিয়র পুরুষ দলের নির্বাচন কমিটিতে বর্তমানে পাঁচ সদস্য রয়েছেন – যাদের নেতৃত্বে আছেন প্রাক্তন পেসার অজিত আগরকর। বাকি সদস্যরা হলেন শিব সুন্দর দাস, সুব্রত বন্দোপাধ্যায়, অজয় রাত্রা এবং শ্রীধরন শরথ। তবে বোর্ড জানিয়েছে, কমিটিতে এখন দুটি পদ খালি, এবং এই পদের জন্য নতুন প্রাক্তন ক্রিকেটারদের আবেদন করতে বলা হয়েছে।
পুরুষ দলের নির্বাচক পদের জন্য নির্ধারিত যোগ্যতার মধ্যে রয়েছে কমপক্ষে ৭টি টেস্ট বা ৩০টি ফার্স্ট ক্লাস ম্যাচ, অথবা ১০টি ওয়ানডে ও ২০টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার অভিজ্ঞতা। এছাড়াও, প্রার্থীর ক্রিকেট থেকে অন্তত পাঁচ বছর আগে অবসর নেওয়া আবশ্যক। কেউ যদি পূর্বে পাঁচ বছরের বেশি সময় ধরে বিসিসিআই-এর কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে তিনি এই পদের জন্য অযোগ্য।
advertisement
advertisement
একইসঙ্গে, মহিলা জাতীয় দলের জন্য চারটি নির্বাচকের পদেও আবেদন চাওয়া হয়েছে। মহিলা নির্বাচক পদের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় জাতীয় মহিলা দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ বছর আগে অবসর নেওয়া থাকতে হবে। তাঁদের দায়িত্বের মধ্যে থাকবে খেলোয়াড় নির্বাচন, কোচিং স্টাফ যাচাই এবং পারফরম্যান্স মূল্যায়ন।
advertisement
এই নিয়োগ প্রক্রিয়া শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং ভবিষ্যতের ভারতীয় দল গঠনের ভিত্তি তৈরি করবে। বিসিসিআই-এর এই পদক্ষেপ ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার পাশাপাশি সঠিক নেতৃত্ব ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 5:32 PM IST