মেগা সিরিজের আগে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষ করে টপ অর্ডারে কারা খেলবে, কেমন হবে, তা নিয়ে জল্পনা ও চর্চার শেষ নেই। অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ভারতের টপ অর্ডার নিয়ে নিজের মত প্রকাশ করেছেন যে, ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের জুটি থাকা উচিত। এই দুইজন অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভালো পারফর্ম করেছিলেন।
advertisement
তবে তিন নম্বর ও চার নম্বর পজিশন নিয়ে ধোঁয়াশা রয়েছে। পূজারা মনে করেন, শুভমান গিলের আদর্শ ব্যাটিং পজিশন তিন নম্বর। তিনি বলেন, “শুভমান যদি চার নম্বরে ব্যাট করেন, তাহলে তিন নম্বরে অভিমন্যু ঈশ্বরন বা করুণ নায়ার উপযুক্ত বিকল্প হতে পারেন। তবে আমি চাই, শুভমান তিন নম্বরেই খেলুক। ওই পজিশনেই ও সাফল্য পেতে পারে ও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে।” পূজারা আরও যোগ করেন, “করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে আছেন। তাঁর জন্য চার নম্বর উপযুক্ত জায়গা হবে। যদি শুভমান তিন নম্বরে থাকেন, তাহলে করুণকে চার নম্বরে দেখা যেতে পারে।”
আরও পড়ুনঃ IND vs ENG: কোচ হিসেবে টেস্টে নেই সাফল্য! ইংল্যান্ড সফরের আগে কামাখ্যা মন্দিরে গেলেন গম্ভীর
ভারতীয় দল আগামী ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট খেলবে। নতুন নেতৃত্বে ও তরুণ মুখদের নিয়ে এই সিরিজ ভারতের জন্য এক ঐতিহাসিক সুযোগ হতে পারে। ইংল্যান্ডে ২০০৭ সালের পর প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য পূরণের। ফলে তরুণ টিম ইন্ডিয়ার প্রথম চ্যালেঞ্জ ইংল্যান্ড জয়।