IND vs ENG: কোচ হিসেবে টেস্টে নেই সাফল্য! ইংল্যান্ড সফরের আগে কামাখ্যা মন্দিরে গেলেন গম্ভীর

Last Updated:

Gautam Gambhir: আগামী মাসে চ্যালেঞ্জিং সফরে ইংল্যান্ড যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। সিরিজ শুরুর আগে কামাখ্যায় গেলেন গৌতম গম্ভীর।

News18
News18
আগামী মাসে চ্যালেঞ্জিং সফরে ইংল্যান্ড যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। এই সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দলের দুই তারকা খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বহুদিন পর রোহিত-কোহলিদের মত মহাতারকাদের অনুপস্থিতিতে বিদেশের মাটিতে কোনও সিরিজ খেলতে নামবে কোনও ভারতীয় দল।
ইংল্যান্ড সফরের আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর পৌঁছে যান কামাখ্যা মন্দিরে। সোমবার তিনি গুয়াহাটির বিখ্যাত কামাখ্যা মন্দিরে প্রার্থনা করেন। ইংল্যান্ড সফরের মাধ্যমেই ভারতীয় দল ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে চলেছে। নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির হল ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ, যার ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গভীর। কোচ গম্ভীরকে সেখানে শ্রদ্ধার সাথে মাথা নত করে প্রার্থনা করতে দেখা গিয়েছে। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
ইংল্যান্ড সফরটি চলবে ২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে হেডিংলি, এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং দ্য ওভালে। রোহিত এবং কোহলির অবসরের পর এই সিরিজটি হবে ভারতের প্রথম বড় টেস্ট সিরিজ। নতুন অধিনায়ক হিসেবে টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন শুভমান গিল, আর সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন ঋষভ পন্থ। দলে অভিজ্ঞ ঘরোয়া খেলোয়াড় অভিমন্যু ঈশ্বরণকে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। মিডল অর্ডারকে মজবুত করতে দলে রয়েছেন করুণ নায়ার ও সাই সুদর্শন। ফাস্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ, সঙ্গে থাকবেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
advertisement
advertisement
তবে সিরিজ শুরুর আগে গৌতম গম্ভীরের কামাখ্যা মন্দিরে প্রার্থনা দলের সাফল্য কামনা করেন। কারণ ভারতীয় দলের কোচ হওয়ার পর টেস্ট ক্রিকেটে সময়টা ভাল যায়নি গম্ভীরের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়া ও অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ হারতে হয়েছে গম্ভীর। এবার ইংল্যান্ড সফরে লাল বলের ক্রিকেটে কঠিন চ্যালেঞ্জ গম্ভীরের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: কোচ হিসেবে টেস্টে নেই সাফল্য! ইংল্যান্ড সফরের আগে কামাখ্যা মন্দিরে গেলেন গম্ভীর
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement