চেতেশ্বর পুজারার কেরিয়ার নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। ১০৩টি টেস্টে ৭১৯৫ রান, ১৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ। তাঁর খেলা ছিল ধৈর্য, নিষ্ঠা ও কৌশলের মিশেল, যা আধুনিক ক্রিকেটের দ্রুতগতির ধারার মাঝেও টেস্ট ফরম্যাটের ক্লাসিক সৌন্দর্যকে তুলে ধরেছিল।
পরিসংখ্যানের বাইরেও পুজারার কিছু রেকর্ড তাঁকে আরও স্মরণীয় করে রেখেছে। ২০১৭ সালে রাঁচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২ রান করার সময় তিনি খেলেন ৫২৫ বল—যা কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। রাহুল দ্রাবিড়ও পারেননি এই সীমা অতিক্রম করতে। তাঁর এই ইনিংস ছিল ধৈর্যের এক জীবন্ত উদাহরণ, যা আজকের দিনে খুব কমই দেখা যায়।
advertisement
পুজারার একটি ব্যতিক্রমী রেকর্ড হলো, টেস্ট ইতিহাসে মাত্র ১৩ জন ব্যাটার পাঁচদিনেই ব্যাট করার সুযোগ পেয়েছেন, এবং তাদের মধ্যে পুজারাই একমাত্র যিনি সব মিলিয়ে ৭৫ রানও করতে পারেননি। ২০১৭ সালে কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পুজারা করেছিলেন ৫২ ও ২২ রান। এই ঘটনাটিও টেস্ট ক্রিকেটে তাঁর বিরল উপস্থিতিরই প্রমাণ।
আরও পড়ুনঃ এশিয়া কাপের আগেই পথ দুর্ঘটনায় ‘ভারতীয় ক্রিকেটারের’ মৃত্যু! ভিডিও দেখলে আঁতকে উঠবেন!
এছাড়াও, ফার্স্ট-ক্লাস ক্রিকেটে তাঁর ১৮টি ডাবল সেঞ্চুরি তাঁকে ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিশেষ আসনে বসিয়েছে। ডন ব্র্যাডম্যান, হ্যামন্ড ও হেনড্রেনের পর এই তালিকায় তাঁর অবস্থান, যা ভারতের মধ্যে সর্বোচ্চ। পুজারার এই সব অর্জন ভবিষ্যতের প্রজন্মের জন্য টেস্ট ক্রিকেটের প্রতি নিষ্ঠার এক মাইলফলক হয়ে থাকবে।