IND vs AUS: এমনই দিন দেখতে হচ্ছে বিরাটকে! কোহলির ব্যাটিং নিয়ে চরম 'অপমান' তারই সতীর্থের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS Cheteshwar Pujara Raise Big Question On Virat Kohli Technique: বারবার নিজের পুরনো রোগের শিকার হচ্ছেন বিরাট। অফ স্টাম্পের বাইরের বলে আউট হচ্ছেন কোহলি। ব্রিসবেনেও ব্যতিক্রম হয়নি।
advertisement
1/5

পারথে দ্বিতীয় ইনিসের সেঞ্চুরির পর ফের লাগাতার ব্যর্থ বিরাট কোহলি। বারবার নিজের পুরনো রোগের শিকার হচ্ছেন বিরাট। অফ স্টাম্পের বাইরের বলে আউট হচ্ছেন কোহলি। ব্রিসবেনেও ব্যতিক্রম হয়নি। (Photo Courtesy- AP)
advertisement
2/5
ব্রিসবেনে বড় রান করতে কোহলি ব্যর্থ হওয়ার পর তাঁর ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিরাটেরই ভারতীয় দলের সতীর্থ। নতুন বলে খেলার জন্য কোহলি তৈরি নয় বলে জানিয়ে দেন তারকা ব্যাটার। (Photo Courtesy- AP)
advertisement
3/5
কোহলি টেকনিক নিয়ে প্রশ্ন তোলেন চেতেশ্বর পুজারা। তিনি বলেছেন,"ওকে নতুন বল খেলতে একপ্রকার বাধ্য করা হচ্ছে। ও যতবারই নতুন বলে খেলতে এসেছে ততবারই এই সিরিজে আউট হয়েছে। পারথে পুরনো বলে খেলেছিল সেঞ্চুরি করেছিল। এটা কিন্তু চিন্তার বিষয়। টেকনিকে খামতি থাকছে বিরাটের।"
advertisement
4/5
এছাড়াও পুজারা বলেছেন,"যখনই পেসাররা নতুন বলে বিরাটকে অফ স্টাম্পের বাইরে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বোলিং করছে তখনই সমস্যায় পড়ছেন বিরাট। ও ছাড়তে চাইলেও ওর ব্যাট চলে যাচ্ছে। ও নেটে বল ছাড়ছে কিন্তু ক্রিজে নেমে পারছে না। এটা ভাল লক্ষ্মণ নয়।"
advertisement
5/5
কীভাবে কোহলির এই রোগ সারবে তারও কিছুটা দাওয়াই বাতলে দিয়েছেন চেতেশ্বর পুজারা। টেকনিক্যালের পাশাপাশি মানসিক অ্যাডজাস্টমেন্ট কোহলিকে ঠিক করার পরামর্শ দিয়েছেন পুজারা। তবে কোহলির বর্তমান সমস্যা দেখে চিন্তিত পুজারা।