“পূজারা বিরাট মাপের ক্রিকেটার। অনেক আগেই মাঠ থেকে অবসর নেওয়া উচিত ছিল পূজারার।” মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সোমবার সিএবিতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, আরও আগে মাঠ থেকেই অবসর নেওয়া উচিত ছিল পূজারার। সৌরভের মতে, ‘পূজারা অনেকদিন জাতীয় দলের বাইরে। ও যে আর সুযোগ পাবে না, আগেই বোঝা উচিত ছিল। আমার মনে হয়, পূজারার মতো বড় মাপের ক্রিকেটারের মাঠ থেকেই অবসর নেওয়া উচিত ছিল।’
advertisement
প্রসঙ্গত, রবিবার সকালে হঠাৎই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটার চেতেশ্বর পুজারা। পুজারার অবসর ভারতীয় ক্রিকেটে এক যুগে অবসান। রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় টেস্ট ক্রিকেটে পুজারাকেই ভারতীয় দলে ‘দ্য ওয়াল’ বলা হত।
আরও পড়ুনঃ দীর্ঘ কেরিয়ারে সেরা ইনিংস কোনটি? বেছে নিলেন সচিন তেন্ডুলকর, জানলে অবাক হবেন
চেতেশ্বর পুজারার কেরিয়ার নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। ১০৩টি টেস্টে ৭১৯৫ রান, ১৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ। তাঁর খেলা ছিল ধৈর্য, নিষ্ঠা ও কৌশলের মিশেল, যা আধুনিক ক্রিকেটের দ্রুতগতির ধারার মাঝেও টেস্ট ফরম্যাটের ক্লাসিক সৌন্দর্যকে তুলে ধরেছিল।