TRENDING:

'তোমাকে তিন নম্বরে ব্যাট করতে দেখা সবসময়ই স্বস্তির ছিল..', পুজারার অবসরে বিশেষ বার্তা সচিনের

Last Updated:

Sachin Tendulkar Reaction On Cheteshwar Pujara Retirement: নিজের এক্স হ্যান্ডেলে চেতেশ্বর পুজারার অবসরের পর পোস্ট করেন সচিন তেন্ডুলকর দীর্ঘ পোস্টে পুজারার ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন সচিন। একইসঙ্গে আগামী জীবনের শুভেচ্ছাও জানান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সতীর্থ হিসেবে খুব বেশি সময় খেলার সুযোগ হয়নি। কিন্তু তারপরও সচিনের সঙ্গে ভারতীয় দসে খেলেছেন বেশ কিছু ইনিংস। তখনই মাস্টার ব্লাস্টার বুঝে গিয়েছিলেন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ৩ নম্বর স্থানের শূন্য়তা নিয়ে আর চিন্তায় নেই। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জায়গা পূরণ করার লোক পেয়ে গিয়েছে ভারত। সেই চেতেশ্বর পূজারার অবসরে বার্তা দিলেন সচিন।
News18
News18
advertisement

নিজের এক্স হ্যান্ডেলে চেতেশ্বর পুজারার অবসরের পর পোস্ট করেন সচিন তেন্ডুলকর দীর্ঘ পোস্টে পুজারার ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন সচিন। একইসঙ্গে আগামী জীবনের শুভেচ্ছাও জানান তিনি। পোস্টে সচিন লেখেন,”পূজারা, তোমাকে তিন নম্বরে ব্যাট করতে আসতে দেখা সবসময়ই স্বস্তির ছিল। প্রতিবার মাঠে নেমে তুমি এনে দিয়েছ শান্তি, সাহস, আর টেস্ট ক্রিকেটের প্রতি এক গভীর ভালোবাসা।”

advertisement

এছাড়াও মাস্টার-ব্লাস্টার লেখেন, তোমার মজবুত টেকনিক,”ধৈর্য আর চাপের মুখে স্থিরতা বরাবরই দলের স্তম্ভ ছিল। তোমার অনেক কীর্তির মধ্যে ২০১৮ সালের অস্ট্রেলিয়া সিরিজ জয়টি বিশেষভাবে মনে রাখার মতো — তোমার অসাধারণ দৃঢ়তা আর ম্যাচ জেতানো ইনিংস ছাড়া সেটা সম্ভব হতো না। এক দুর্দান্ত ক্যারিয়ারের জন্য অভিনন্দন। জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। তোমার ‘সেকেন্ড ইনিংস’ উপভোগ করো।”

advertisement

আরও পড়ুনঃ Cheteshwar Pujara: অবসর নিলেও পুজারার এমন ৩টি রেকর্ড রয়েছে যা ভাঙা অসম্ভব! দ্রাবিড়েরও নেই এমন নজির

প্রসঙ্গত, রবিবার সকালে হঠাৎই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটার চেতেশ্বর পুজারা। পুজারার অবসর ভারতীয় ক্রিকেটে এক যুগে অবসান। রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় টেস্ট ক্রিকেটে পুজারাকেই ভারতীয় দলে ‘দ্য ওয়াল’ বলা হত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

চেতেশ্বর পুজারার কেরিয়ার নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। ১০৩টি টেস্টে ৭১৯৫ রান, ১৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ। তাঁর খেলা ছিল ধৈর্য, নিষ্ঠা ও কৌশলের মিশেল, যা আধুনিক ক্রিকেটের দ্রুতগতির ধারার মাঝেও টেস্ট ফরম্যাটের ক্লাসিক সৌন্দর্যকে তুলে ধরেছিল।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
'তোমাকে তিন নম্বরে ব্যাট করতে দেখা সবসময়ই স্বস্তির ছিল..', পুজারার অবসরে বিশেষ বার্তা সচিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল