TRENDING:

Cheteshwar Pujara: গাভাসকর-সচিন-দ্রাবিড়দের এলিট ক্লাসে পুজারা, গড়লেন অনন্য রেকর্ড

Last Updated:

Cheteshwar Pujara: প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন পুজারা। একই আসনে বিরাজমান হলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একটা সময় ভারতীয় টেস্ট দলে তাঁকে পরবর্তী রাহুল দ্রাবিড় বলা হত। বছরের পর বছর একাধিক ম্যাচে দ্য ওয়াল-এর মতই ইনিংসও খেলেছেন তিনি। কিন্তু বর্তমানে তিনি ভারতীয় টেস্ট দলে অনিয়মিত। তবে এখনও হাল ছাড়েননি চেতেশ্বর পুজারা। ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলে ফেরার লড়াইটা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন পুজারা। একই আসনে বিরাজমান হলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে।
advertisement

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভল পারফর্ম করে যাচ্ছে চেতেশ্বর পুজারা। রঞ্জি ট্রফিতে নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে ৪৩ ও ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন পুজারা। এই ইনিংসের সৌজন্যে ভারতের চুতুর্থ ব্যাটার হিসেব প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ রানের মাইলস্টোন পার করলেন অভিজ্ঞ ডান হাতি ব্যাটার। নীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পর এই নজির গড়লেন চেতেশ্বর পুজারা।

advertisement

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০টি ম্যাচ খেলে চেতেশ্বর পুজারা মোট ২০, ০১৩ রান করেছেন। পুজারার ঝুলিতে রয়েছে ৬১টি সেঞ্চুরি ও ৭৭টি হাফ সেঞ্চুরি। এর সঙ্গে টেস্ট ক্রিকেটে পুজারা ১০৩টি ম্যাচে ৭১৯৫ রান করেছেন। গাভালসর, সচিন, দ্রাবিড়দের এলিট প্যানেলে জায়গা করে নিতে পেরে খুশি পুজারা। তবে ভারতীয় দলে কামব্যাক করা তাঁর প্রধান লক্ষ্য।

advertisement

আরও পড়ুনঃ Tribal Ritulas: এই গ্রামে পুরুষরা তাদের মেয়েদের সঙ্গে বিয়ে ও সহবাস করেন, কারণ জানলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এই তালিকায় শীর্ষে রয়েছেন সুনীল গাভাসকর। ৩৪৮টি ম্যাচ খেলে লিটল মাস্টারের ঝুলিতে ২৫,৮৩৪ রান। দ্বিতীয় স্থানে রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ৩১০টি ম্যাচে ২৫,৩৯৬ রান করেছেন ছোটে নবাব। ২৯৮ ম্যাচে ২৩,৭৯৪ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Cheteshwar Pujara: গাভাসকর-সচিন-দ্রাবিড়দের এলিট ক্লাসে পুজারা, গড়লেন অনন্য রেকর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল