TRENDING:

পুজারার অবসরের পর এমন প্রতিক্রিয়া দিলেন হ্যাজেলউড! যা কেউ দেয়নি! বড় কথা বলে দিলেন অজি তারকা

Last Updated:

Cheteshwar Pujara: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর চেতেশ্বর পুজারাকে নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে ক্রিকেট বিশ্ব। কেউ তার ব্যাটিং শৈলির প্রশংসা করছেন , কেউ আবার তাকে আগামীর জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর চেতেশ্বর পুজারাকে নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে ক্রিকেট বিশ্ব। কেউ তার ব্যাটিং শৈলির প্রশংসা করছেন , কেউ আবার তাকে আগামীর জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হ্যাজেলউড পুজারার অবসরের পর একটি অন্যভাবেই ভারতীয় তারকার প্রশংসা করেছেন।
News18
News18
advertisement

নিজের কেরিয়ারে বিশ্বের অনেক তাবড় তাবড় বোলারকেই নিজের ধৈর্যশীল ব্যাটিং দিয়ে নাজেহাল করে ছেড়েছেন চেতেশ্বর পুজারা। তাঁর রক্ষণশীল, ঠান্ডা মাথার ব্যাটিংকে ভাঙতে হিমিশিম খেয়েছেন বড় বড় বোলাররা। ঠিক সেই কথাই তুলে ধরে হ্যাজেলউড এক্স হ্যান্ডেলে লিখেছেন,”মাঠে তুমিই ছিলে আমার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। এখন আমি সারাদিন ক্লান্ত না হয়ে স্বাধীনভাবে বল করতে পারব। তোমার কেরিয়ার ভালো ছিল, এবার অবসর উপভোগ করো! তোমার আসন্ন যাত্রার জন্য শুভকামনা।”

advertisement

প্রসঙ্গত, রবিবার সকালে হঠাৎই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটার চেতেশ্বর পুজারা। পুজারার অবসর ভারতীয় ক্রিকেটে এক যুগে অবসান। রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় টেস্ট ক্রিকেটে পুজারাকেই ভারতীয় দলে ‘দ্য ওয়াল’ বলা হত।

আরও পড়ুনঃ ‘তোমাকে তিন নম্বরে ব্যাট করতে দেখা সবসময়ই স্বস্তির ছিল..’, পুজারার অবসরে বিশেষ বার্তা সচিনের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চেতেশ্বর পুজারার কেরিয়ার নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। ১০৩টি টেস্টে ৭১৯৫ রান, ১৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ। তাঁর খেলা ছিল ধৈর্য, নিষ্ঠা ও কৌশলের মিশেল, যা আধুনিক ক্রিকেটের দ্রুতগতির ধারার মাঝেও টেস্ট ফরম্যাটের ক্লাসিক সৌন্দর্যকে তুলে ধরেছিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পুজারার অবসরের পর এমন প্রতিক্রিয়া দিলেন হ্যাজেলউড! যা কেউ দেয়নি! বড় কথা বলে দিলেন অজি তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল