TRENDING:

Tribal Handicraft Artist: লোধা শিল্পীর হাতের কাজ চমকে দেবে

Last Updated:

আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও অত্যন্ত পিছিয়ে পড়া লোধারা। সেই লোধা সম্প্রদায়ের হস্তশিল্পী মধু নায়েকের তৈরি ঘর সাজানোর সামগ্রী আপনাকে চমকে দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: লোধারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও অন্যতম পিছিয়ে পড়া জনজাতি। কিন্তু তাদের শিল্পকর্ম, হাতের কাজ দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের মারকুন্ডা এলাকার বাসিন্দা মধু নায়েক। তিনি লোধা সম্প্রদায়ের মানুষ। এলাকাটিও অত্যন্ত পিছিয়ে পড়া। অথচ তাঁর শিল্পকর্ম দেখলে চমৎকৃত হতে হয়। আদিবাসীদের প্রাচীন লোকশিল্পকে আঁকড়ে ধরে তিনি তৈরি করে চলেছেন একের পর এক অসামান্য সৃষ্টি।
advertisement

আরও পড়ুন: বাঁধের খাটো উচ্চতাই চিন্তা, বর্ষার আগে আতঙ্কে উড়েছে ঘুম

বনের ঘাস, খেজুর পাতা দিয়ে ঘর সাজানোর নানান উপকরণ তৈরি করেন পশ্চিম মেদিনীপুরের এই লোধা শিল্পী। মধু নায়েকের এই সৃষ্টি পুরোপুরি ভাবে পরিবেশবান্ধব। তাঁর এই শিল্পকর্ম বর্তমানে অনেকের বাড়িতেই শোভা পাচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আয়োজিত হস্তশিল্প মেলায় তিনি নিজের তৈরি শিল্পসমগ্রী নিয়ে হাজির হন। সেখান থেকে অনেকেই এইসব অসামান্য হাতের কাজ কিনে নিয়ে যান বাড়ি সাজানোর জন্য।

advertisement

View More

এমন এক অসামান্য শিল্পী, যিনি জীবনের প্রতিটি পদে লড়াই করে উঠে এসেছেন তাঁর বাসস্থান হল একটি একচালার ছিটে বেড়ার ঘর। মধু নায়েকের শিল্পকর্ম বহু নামজাদা মানুষের বাড়ির শোভা বৃদ্ধি করলেও তিনি কোনরকমে দিন কাটান। প্রতিদিন বাড়ি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে গিয়ে খড়গপুরের প্রেম বাজারের ফুটপাতে নিজের তৈরি শিল্পকর্মের পসরা সাজিয়ে বসেন। সেগুলো বিক্রি করে যা রোজগার হয় তাই দিয়েই কোনরকমে চালিয়ে নেন সংসার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Tribal Handicraft Artist: লোধা শিল্পীর হাতের কাজ চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল