আরও পড়ুন: বাঁধের খাটো উচ্চতাই চিন্তা, বর্ষার আগে আতঙ্কে উড়েছে ঘুম
বনের ঘাস, খেজুর পাতা দিয়ে ঘর সাজানোর নানান উপকরণ তৈরি করেন পশ্চিম মেদিনীপুরের এই লোধা শিল্পী। মধু নায়েকের এই সৃষ্টি পুরোপুরি ভাবে পরিবেশবান্ধব। তাঁর এই শিল্পকর্ম বর্তমানে অনেকের বাড়িতেই শোভা পাচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আয়োজিত হস্তশিল্প মেলায় তিনি নিজের তৈরি শিল্পসমগ্রী নিয়ে হাজির হন। সেখান থেকে অনেকেই এইসব অসামান্য হাতের কাজ কিনে নিয়ে যান বাড়ি সাজানোর জন্য।
advertisement
এমন এক অসামান্য শিল্পী, যিনি জীবনের প্রতিটি পদে লড়াই করে উঠে এসেছেন তাঁর বাসস্থান হল একটি একচালার ছিটে বেড়ার ঘর। মধু নায়েকের শিল্পকর্ম বহু নামজাদা মানুষের বাড়ির শোভা বৃদ্ধি করলেও তিনি কোনরকমে দিন কাটান। প্রতিদিন বাড়ি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে গিয়ে খড়গপুরের প্রেম বাজারের ফুটপাতে নিজের তৈরি শিল্পকর্মের পসরা সাজিয়ে বসেন। সেগুলো বিক্রি করে যা রোজগার হয় তাই দিয়েই কোনরকমে চালিয়ে নেন সংসার।
রঞ্জন চন্দ





