রথ স্পেশাল, গৃহবধূর কীর্তি 

ছোট্ট কলাইয়ের উপর জগন্নাথ-সুভদ্রা-বলরাম, এঁকে তাক লাগালেন গৃহবধূ

এই কলাই এতটাই ক্ষুদ্র এবং এতটাই সূক্ষ্ম যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না

বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতা সরকার

খুব ছোট থেকেই মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট প্রাণহীন বস্তুগুলি নানা শৌখিক কাজে লাগান তিনি

যেমন ফেলে দেওয়ার ডিমের খোলা দিয়ে গোলাপ

রসুনের খোসা দিয়ে দুর্গা প্রতিমা

দেশলাই দিয়ে দুর্গা প্রতিমা , পেরেকের ক্ষুদ্র মাথায় সূক্ষ্ম প্রতিমা নির্মাণ

এবার রথের স্পেশাল কলাইয়ের উপর জগন্নাথ-সুভদ্রা-বলরামর চিত্র 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন