South 24 Parganas News: বাঁধের খাটো উচ্চতাই চিন্তা, বর্ষার আগে আতঙ্কে উড়েছে ঘুম

Last Updated:

বঙ্গোপসাগরের কাছে অবস্থিত গ্রাম ভগবতপুর। এই গ্রামে নদী বাঁধ আছে। কিন্তু সমস্যা হল তার উচ্চতা মাত্র ৪ ফুট। আর তাই বর্ষার সময় বাঁধ উপচে নদীর জল গ্রামে ঢুকে পড়ার আশঙ্কায় ভুগছেন গ্রামবাসীরা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: বাঁধ আছে, কিন্তু সে নদীর জল আটকাতে পারে না! ভরা কোটালে ভেসে যায় গোটা গ্রাম। এমনই জটিল পরিস্থিতিতে বসবাস করছেন পাথরপ্রতিমার ভগবতপুরের বাসিন্দারা। এই সমস্যার কারণ হল বাঁধের অল্প উচ্চতা। দু-একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। মুষলধারে বৃষ্টি হলে কী হবে ভেবে রাতের ঘুম ওড়ার জোগাড় গ্রামবাসীদের।
দক্ষিণ ২৪ পরগনার এই প্রান্তিক গ্রামের নদী বাঁধের উচ্চতা মাত্র ৪ ফুট। কিন্তু এখানে মাঝেমধ‍্যেই ৮ ফুট উচ্চতার ঢেউ ধেয়ে আসে পাড়ের দিকে। বঙ্গোপসাগর সন্নিকটে অবস্থিত হওয়ায় কোটালের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, প্রতিবছর বাঁধ সংস্কার করা হয়, কিন্তু উচ্চতা বাড়ে না। আর তাতেই যত সমস্যা। যদিও এই বছর এখনও বাঁধের সংস্কার কাজ না হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে বর্ষার সময় ভরা কোটাল এলে বাঁধ ভেঙে যেতে পারে বলে পাথরপ্রতিমার ভরতপুর গ্রামের বাসিন্দাদের আশঙ্কা। সেক্ষেত্রে ভেসে যাবে চাষের জমি। গ্রামবাসীদের অভিযোগ, এই বাঁধের উচ্চতা বৃদ্ধির বিষয়ে তাঁরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসন না পারলে তাঁরা বাঁধের উচ্চতা বৃদ্ধির চেষ্টা করবেন বলে জানান গ্রামবাসীরা। তবে এত বড় কাজ আদৌ প্রশাসনের সহায়তা ছাড়া হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাঁধের খাটো উচ্চতাই চিন্তা, বর্ষার আগে আতঙ্কে উড়েছে ঘুম
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement