Panchayat Election 2023: 'ভোটের নামে কী হচ্ছে এসব! কমিশনার আছেন এখনও?' ক্ষোভ প্রকাশ হাইকোর্টের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Panchayat Election 2023: আইএসএফ প্রার্থীদের মনোনয়ন চেয়ে করা মামলায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা
কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আইএসএফ প্রার্থীদের মনোনয়ন চেয়ে করা মামলায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন কমিশনের ভূমিকায় বিস্ময় প্রকাশ করে দুপুরের মধ্যে কমিশনের জবাব তলব হাইকোর্টের।
এদিন বিচারপতি বলেন, “কমিশনে পঞ্চায়েত ভোটের নামে জানি না কী হচ্ছে এসব! নির্বাচন প্রক্রিয়া কি এখনও চলছে! নির্বাচন কমিশন নির্ঘন্ট মেনে ভোট চলছে এখনও, জানতে চাই কমিশনের কাছ থেকে। নির্বাচন কমিশনার আছেন এখনও? কমিশনে পঞ্চায়েত ভোটের নামে জানি না কী হচ্ছে এসব! ভোট হচ্ছে না হচ্ছে না? প্রশ্নের সঠিক উত্তর চাই কমিশনের থেকে। দুপুর ২টোয় কমিশন এসে জানাক।”
advertisement
advertisement
অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ হাওড়ার উলুবেড়ি ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে কারচুপি করে মনোনয়ন বাতিলের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিপিএমের দুই মহিলা প্রার্থী। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৭ জুলাইয়ের মধ্যে সিবিআই-কে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন।
advertisement
অভিযোগকারী দুই সিপিএম প্রার্থীর নাম ওমজা বিবি এবং কাশ্মীরা বিবি। তাঁদের অভিযোগ, যথাযথ ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেও ইচ্ছাকৃত ভাবে বিডিও বা রিটার্নিং অফিসার কারচুপি করে তাঁদের মনোনয়ন বাতিল করে দিয়েছেন। বহিরা গ্রাম পঞ্চায়েত ও ধুসিমালি গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন এই দুই মহিলা প্রার্থী। ওই দুই মহিলা প্রার্থীই হাইকোর্টে অভিযোগ করেন, বিডিও শুধু নথি পত্র বিকৃত করে তাঁদের মনোনয়ন বাতিল করেছেন তাই নয়, এ নিয়ে অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করেননি ওই আধিকারিক। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 1:26 PM IST