বেনজির পদক্ষেপ রাজ্যপালের, কমিশনার পদে রাজীব সিনহার থাকা নিয়েই আইনি সঙ্কট?

Last Updated:
 নির্বাচন কমিশনার থাকবেন রাজীব সিনহা?
নির্বাচন কমিশনার থাকবেন রাজীব সিনহা?
কলকাতা: নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার থাকা নিয়েই বিরাট আইনি টানাপোড়েন তৈরি হল। এ দিনই নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার জয়নিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার রাজ ভবনের পক্ষ থেকেই বিবৃতি দিয়ে রাজ্যপালের এই পদক্ষেপের কথা জানানো হয়েছে৷  এর ফলে নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহা আদৌ কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই একরকম আইনি জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, রাজ্য নির্বাচন কমিশনের ইতিহাসে এই ধরনের সঙ্কট নজিরবিহীন।
রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগ করেছিলেন রাজ্যপালই। নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহা যোগদানের পর রাজ্য নির্বাচন কমিশনের সচিব সেই জয়নিং রিপোর্ট রাজ ভবনে পাঠিয়েছিলেন। সেই রিপোর্টই ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল। যার অর্থ, নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করলেও ওই পদে রাজীব সিনহার যোগদান বা কাজ চালিয়ে যাওয়ায় অনুমোদন দিলেন না রাজ্যপাল।
advertisement
ঘটনাচক্রে বুধবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলার রায় দিতে গিয়ে নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার ভূমিকা নিয়েও একরকম ক্ষোভ প্রকাশ করেন। প্রধান বিচারপতি বলেন, যদি কমিশনার মনে করেন তিনি হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে পারছেন না, তা হলে পদ থেকে সরে যান। তার বদলে রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম৷
advertisement
advertisement
আদালতের এই মন্তব্যের পরই রাজ্যপালের এই কঠোর পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ রাজ ভবনের বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনার পদে যোগদান করলেও পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল তলব করার পরেও তাঁর সঙ্গে দেখা করতে যাননি রাজীব সিনহা৷ অর্থাৎ বোঝাই যাচ্ছে, রাজীব সিনহার কাজে ক্ষুব্ধ হয়েই তাঁর জয়নিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল৷
advertisement
রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা স্বীকার করছেন, এর ফলে কমিশনার পদে রাজীব সিনহার থাকা আর আইনি ভাবে বৈধ কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গেল৷ রাজ্য সরকারের সঙ্গে রাজ ভবনের সংঘাতও আও তীব্র হল৷ স্মরণকালের মধ্যে ২০১৫ সালে পুরভোটের আগে আচমকাই রাজ্য নির্বাচন কমিশনার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুশান্ত উপাধ্যায়৷ কিন্তু এভাবে কমিশনারের পদ নিয়ে আইনি টানাপোড়েন তৈরি হয়নি৷ পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েন নিয়ে বিতর্কের মধ্যেই তৈরি হল বেনজির এক পরিস্থিতি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেনজির পদক্ষেপ রাজ্যপালের, কমিশনার পদে রাজীব সিনহার থাকা নিয়েই আইনি সঙ্কট?
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement