২০১৮ থেকে কতটা কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়? অনুব্রত না থাকলেও শীর্ষে সেই বীরভূম

Last Updated:

নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, এবারের পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনের সংখ্যা গত বারের তুলনায় অনেকটাই কমেছে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে প্রায় ৩৪ শতাংশ আসনেই ভোট হয়নি৷ এর সিংহভাগ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল শাসক দল৷ যা নিয়ে গোটা রাজ্যে তো বটেই, জাতীয় স্তরেও চর্চা শুরু হয়েছিল৷
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, এবারের পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনের সংখ্যা গত বারের তুলনায় অনেকটাই কমেছে৷ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে গোটা রাজ্যে ৯.৪৮ শতাংশ আসনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল নির্ধারণ হয়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷
গ্রাম পঞ্চায়েতে মোট আসনবিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
৬৩২২৯৬২৩৮
advertisement
advertisement
সরকারি ভাবে কোনও তথ্য না থাকলেও এর সিংহভাগ আসনই যে শাসক দল দখল করেছে, তা বলার অপেক্ষা রাখে না৷ কমিশন সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েত স্তরে হাতে গোনা কয়েকটি আসনে বিজেপি, সিপিএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে আসনগুলিতে কোনও লড়াই হয়নি, তার সবকটিই দখল করেছে শাসক দল৷
advertisement
পঞ্চায়েত সমিতিতে মোট আসনবিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
৯৭৩০৭৫৯
কমিশন এ দিন যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দক্ষিণ চব্বিশ পরগণা বাদে বাকি সব জেলারই তথ্য রয়েছে৷ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগণার ফলাফল এখনও অসম্পূর্ণ রয়েছে৷ কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি সত্ত্বেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবথেকে বেশি ফলাফল নির্ধারিত হয়েছে বীরভূমে৷
advertisement
জেলা পরিষদে মোট আসনবিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
৯২৮
কমিশনের তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েত স্তরে বিনা প্রতিদ্বন্দিতায় জেতা সবথেকে বেশি আসন রয়েছে বীরভূমে (৮৯৩টি), উত্তর ২৪ পরগনায় (৮৬৭ টি) এবং তারপরেই পূর্ব বর্ধমান (৮৫৪টি) এবং সবথেকে কম আলিপুরদুয়ারে (৮টি)। তাৎপর্যপূর্ণভাবে, দক্ষিণ ২৪ পরগণায় গ্রাম পঞ্চায়েতের সব আসনেই প্রতিদ্বন্দিতা হচ্ছে।
advertisement
পঞ্চায়েত সমিতিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবথেকে বেশি আসনের ফল নির্ধারিত হয়েছে সেই বীরভূমে (১২৮), তারপর বাঁকুড়া (১০৬) এবং উত্তর ২৪ পরগণা (১০৪)৷
জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আটটি আসনের মধ্যে ১টি করে আসন রয়ছে কোচবিহার ও বীরভূমে৷ ৩টি করে আসন রয়েছে যথাক্রমে উত্তর ২৪ পরগণা ও উত্তর দিনাজপুরে।
advertisement
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, তৃণমূলের মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৬১,৯৩৪ জন৷ বিজেপি-র প্রার্থী সংখ্যা ৩৯ হাজার ৬১৭৷ সিপিএমের প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৫৭৷ আর কংগ্রেসের প্রার্থী সংখ্যা ১২ হাজার ৬৩৬ জন৷ প্রসঙ্গত উল্লেখ্য, মনোনয়ন পর্বে ৫৬ হাজারেরও বেশি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০১৮ থেকে কতটা কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়? অনুব্রত না থাকলেও শীর্ষে সেই বীরভূম
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement