Panchayat election 2023: বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের ফের সুযোগ, নির্দেশ হাইকোর্টের! একই দিনে চার মামলায় মুখ পুড়ল কমিশনের

Last Updated:

এ দিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের বি ফর্ম নতুন করে জমা নিতে হবে৷

নির্বাচন কমিশনারের ভূমিকাতেও ক্ষুব্ধ হাইকোর্ট৷
নির্বাচন কমিশনারের ভূমিকাতেও ক্ষুব্ধ হাইকোর্ট৷
কলকাতা: দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড় থেকে মুর্শিদাবাদের বড়ঞা৷ আবার উলুবেড়িয়ায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্রে কারচুপির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ৷ অথবা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সিদ্ধান্তে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশ৷ একই দিনে কলকাতা হাইকোর্টে বার বার মুখ পুড়ল রাজ্য নির্বাচন কমিশনের৷
এ দিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের বি ফর্ম নতুন করে জমা নিতে হবে৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন৷ গতকালই অভিযোগ উঠেছিল, প্রায় তেরোটি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীদের প্রতীক সম্বলিত বি ফর্ম বড়ঞার বিডিও অফিস চত্বর থেকে ছিনতাই করে নেয় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা৷ এই ঘটনার প্রতিবাদে বড়ঞার বিডিও অফিসে রাতভর ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷
advertisement
advertisement
আজ সকালেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেসের আইনজীবীরা৷ সব শুনে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, সিআরপিএফ-এর উপস্থিতিতে কংগ্রেস প্রার্থীদের বি ফর্ম জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে কমিশনকে৷ সিআরপিএফ না থাকলে মুর্শিদাবাদের পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে কংগ্রেস প্রার্থীদের প্রতীক জমা দেওয়া সুনিশ্চিত করবেন বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা৷
advertisement
হাইকোর্ট এই নির্দেশ দেওয়ার পরেই ধরনা তুলে নেন অধীর রঞ্জন চৌধুরী৷ আদালতের এই রায়কে তাঁদের নৈতিক এবং রাজনৈতিক জয় বলেও দাবি করেন অধীর৷ প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, রাজ্য প্রশাসন পঞ্চায়েত ভোটকে প্রহসনে পরিণত করেছে৷
advertisement
শুধু বড়ঞার এই মামলা নয়, উলুবেড়িয়ায় দুই সিপিএম প্রার্থীর মনোনয়ন বাতিলে কারচুপির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা৷ আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ২০১৩ সালের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে৷ ভাঙড়েও ১৯ জন সিপিএম প্রার্থীর নাম কমিশনের ওয়েবসাইট থেকে আচমকা উধাও হয়ে যায় বলে অভিযোগ৷ ওই সিপিএম প্রার্থীদের ভোটে লড়তে দিতে হবে বলে কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ সবমিলিয়ে একই দিনে অন্তত চারটি মামলায় আদালতে মুখ পুড়ল কমিশনের৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের ফের সুযোগ, নির্দেশ হাইকোর্টের! একই দিনে চার মামলায় মুখ পুড়ল কমিশনের
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement