সন্ধ্যা মল্লিক জানান, \"আমরা মেয়েরা কতবার যে চুল কাটি আর নষ্ট করি তার ঠিক নেই, কিন্তু আমার সহকর্মী আল্পনা দেবনাথ বোস এবং তাঁর কন্যা মনীষিতা বোস বেশ কিছুদিন আগে এইভাবে ক্যানসার রোগীদের চুল দান করায় আমি ওঁদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে চুল দান করার বিষয়ে সিদ্ধান্ত নিই।
আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেতে চলেছে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ
advertisement
এ ব্যাপারে তিনি তাঁর স্বামী শিক্ষক মানস কুমার বারুই সহ পরিবারের সবাইকে পাশে পেয়েছেন। সন্ধ্যা মল্লিক আরো জানান, তাঁর মাথার চুল যদি একজন ক্যানসার আক্রান্তের সাহায্যে লাগে তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন। আগামী দিনেও তিনি এভাবে মানুষের পাশে থাকতে চান।
আরও পড়ুনঃ নালা পরিস্কার করতে গিয়ে ভাঙল বাড়ি, ক্ষুব্ধ স্থানীয়রা
পাশাপাশি তিনি অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে শিক্ষিকা সন্ধ্যা মল্লিকের এই কাজের জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন তাঁর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, পাড়া প্রতিবেশীরা।
Partha Mukherjee