সংবাদমাধ্যমের কর্মীদের গাইডলাইন বেঁধে দেন উনি। ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে স্কুলের পাশে আসা অভিভাবকদের সাথে কথা বলতে গেলেও উনি বাধার সৃষ্টি করেন, এমনকি অপর জন শিক্ষিক কে উনি ফোন করে ডাকেন স্কুলে আসার জন্য। দীর্ঘক্ষণ ওনার দাদাগিরি চলার পর সংবাদ মাধ্যমের কর্মীরা ক্যামেরায় উনাকে প্রশ্ন করতেই উনি ক্যামেরার সামনে কয়েকটি কথা বলেই দৌড়ে পালিয়ে যান। তারপরেও প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করা হলে উনি কারো নাম না করে বলেন, যে এই স্কুলে উনি আসার পর থেকেই সমস্যা হচ্ছে। স্কুলের ছাত্রদের ভাঙিয়ে অন্যত্রে নিয়ে চলে যাচ্ছে কোন ব্যক্তি।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! কাঁসাই ব্রিজ থেকে পড়ে নদীতে তলিয়ে গেলেন রেলকর্মী!
সংবাদ মাধ্যমের উপস্থিতির জেরে খড়ারের সাঁতরা পাড়া প্রাথমিক স্কুল পরিদর্শনে পৌঁছে যান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। স্কুলে পৌছে এলাকাবাসীর সাথে কথা বলেন সুমন বাবু। কেন এলাকার মানুষ তাদের ছেলেমেয়েদের এই স্কুলে পাঠাচ্ছেন না তা জিজ্ঞাসা করেন। এলাকার অভিভাবকরা সাফ জানিয়ে দেন প্রধান শিক্ষিকার দুর্ব্যবহারের জন্য তারা তাদের ছেলেদের এই স্কুলে পাঠাচ্ছেন না।
আরও পড়ুনঃ দেশ ব্যাপী প্লাস্টিক ব্যাগ ব্যান, মেদিনীপুর শহরে পুরসভার পলিথিনের বিরুদ্ধে অভিযান
এলাকার মানুষদের মহকুমা শাসক বুঝিয়ে বলেন সামনের স্কুলেই ছেলেদেরকে পাঠান আমি অনুরোধ করছি। আপনাদের অভিযোগ আমি খতিয়ে দেখব। স্কুলের প্রধান শিক্ষিকা ব্রততী হাজরা মন্ডলের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন মহকুমা শাসক সাফ জানিয়ে দেন এলাকার মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখুন। অভিভাবকরা যাতে তাদের ছেলেমেয়েদের এই স্কুলে পাঠান তার জন্য অনুরোধ জানাতে হবে । প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত দুজন শিক্ষককে প্রতিটি বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলতে নির্দেশ দেন মহকুমা শাসক।
Partha Mukherjee