সরকারি এই সংস্থার উপর ভরসা করেই জঙ্গলমহলের হাজার হাজার মানুষ প্রতিদিনই দূর-দূরান্তে পাড়ি দেন। মূলত অনলাইনে টিকিট বুকিং করে, কখনও বা বাসস্ট্যান্ডে তাদের নির্দিষ্ট শাখা থেকে টিকিট কেটে সাধারন মানুষ যাত্রা করেন। এভাবেই বছরের পর বছর জেলা থেকে রাজধানী অথবা জেলা থেকে দূর দূরান্তে যাতায়াতের একমাত্র সরকারি বাস পরিষেবা এই এস.বি.এস.টি.সি (SBSTC)।আর এই এস.বি.এস.টি.সি (SBSTC) র ডিপো করা হয়েছে মেদিনীপুরের কুইকোটা সংলগ্ন এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার
সারাদিনে প্রায় ৩০ থেকে ৪০টি বাস দূর-দূরান্তে পাড়ি দেয় এখান থেকেই। তবে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়েই এই বাস ছাড়ে জেলা থেকে। কিন্তু সোমবার দুপুরের পর এবং মঙ্গলবার সকাল থেকেই টিকিট বুকিং বাতিল করা শুরু করল এই সরকারি বাস সংস্থা। কারণ হিসেবে জানা যায় তেল (ডিজেল) ফুরিয়েছে এই সংস্থার। যার ফলে টিকিট বুকিং বাতিল হয়েছে।
আরও পড়ুনঃ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা কেন্দ্রীয় মন্ত্রীকে!
কেননা নির্ধারিত সময় অনুসারে সপ্তাহের তেল এসে পৌঁছয়নি তাই এই বিপত্তি। কারন তেল (ডিজেল) ছাড়া বাস চলবে কি করে, তাই ফাঁপরে পড়েছেন এখানকার বাস কন্ডাক্টর ও ড্রাইভাররা। তাই গ্রাহকদের তারা টিকিট না দিয়েই তড়িঘড়ি মেদিনীপুরের টিকিট বুকিং কাউন্টার বন্ধ করে দিয়ে দায়িত্ব এড়িয়েছেন। সরকারি সংস্থার আবার তেল নেই আর এই খবর শুনেই ক্ষুব্ধ জঙ্গল মহলের বাস যাত্রী থেকে সাধারন মানুষজন।
Partha Mukherjee