Paschim Medinipur: শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Last Updated:

শিলাবতী নদীতে সাঁতারে পারাপার হতে গিয়ে তলিয়ে যান এক ব্যক্তি। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের খাঁপুর গ্রামে।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : শিলাবতী নদীতে সাঁতারে পারাপার হতে গিয়ে তলিয়ে যান এক ব্যক্তি। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের খাঁপুর গ্রামে। জানা যায়, চাষের জন্য শিলাবতী নদী সাঁতার কেটে নদীর অপর প্রান্তে বীজতলা আনতে গিয়ে ফেরার সময় নদীতে তলিয়ে গিয়েছিল খাঁপুর গ্রামেরই বাসিন্দা কাশীনাথ বধূক (৫৫) নামের এক ব্যক্তি। ঘটনা প্রসঙ্গে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশীনাথ বাবু তার স্ত্রী চাঁপা বধূককে নদীর পাড়ে বসিয়ে শীলাবতির ভরা নদীর জলে সাঁতার কেটে অপর প্রান্তের হীরাধরপুর গ্রামে গিয়েছিলেন।
ফেরার সময়েও সাঁতার কেটে নদী পার হতে গেলে তার স্ত্রী এপাড় থেকে নিষেধ করা সত্বেও না শুনেই সাঁতার কেটে এপারে ফিরতে গেলে ভরা নদীর মাঝখানে গিয়ে ডুবতে থাকলে তা লক্ষ্য করেন স্ত্রী চাঁপা দেবী, এরপরেই চাঁপা দেবী চিৎকার চেঁচামেচি করলেও ততক্ষনে তলিয়ে যায় ওই ব্যক্তি। পরিবারের দাবি, গতকাল দিনভর স্থানীয়রা জাল ফেলে খোঁজ চালায় কিন্তু লাভ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা কেন্দ্রীয় মন্ত্রীকে!
গতকাল ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ প্রশাসন। আজ শনিবার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ও ব্লকের বিডিওর তৎপরতায় খড়গপুর থেকে সিভিল ডিফেন্সের একটি টিম আনিয়ে সকাল থেকেই স্পিডবোট দিয়ে নদীতে খোঁজ চালানো হয়। প্রশাসন সূত্রে জানানো হয়, এদিন সকাল থেকে খোঁজ চলে তার কিছু পরেই খাঁপুর গ্রামেই নদী থেকে উদ্ধার হয় কাশীনাথ বধূকের মৃতদেহ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement