শ্রীরামপুর, সুদামবাটি, বলরামপুর, বারপানিচাদা এলাকার কৃষকদের দাবি এলাকায় রয়েছে পাম্প হাউস কিন্তু বিদ্যুতের লো ভোল্টেজের কারণে দীর্ঘদিন ধরে সেচ পাম্পগুলি থেকে জল উঠছে না। এ বিষয়ে ব্লক প্রশাসন এমনকি বিদ্যুৎ দপ্তরে ও একাধিক বার দ্বারস্থ হয়ে কাজের কাজ কিছু হয়নি। কিছুদিন আগেই মহকুমা শাসকের দফতারে ডেপুটেশন দিলে মহকুমা শাসক এ বিষয়ে এলাকার মানুষকে আশ্বস্ত করলেও কাজ না হওয়ায় আলু থেকে সবজি চাষ করে বিপাকে কৃষকরা। বিঘের পর বিঘে কৃষি জমির ফসল নষ্ট হতে বসেছে বলে কৃষকদের দাবি।
advertisement
আরও পড়ুনঃ আবর্জনা ফেলার ভ্যাটকে কেন্দ্র করে দুই মহিলা কাউন্সিলরের মধ্যে অশান্তি!
যাকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা, ঘাটাল ব্লকের সিপিআইএম খেতমজুর সংগঠনের নেতা রাজীব মহাপাত্র বলেন, মহকুমা শাসক থেকে শুরু করে সকলকে দ্রুত কৃষকদের কথা ভেবে জরুরী ভিত্তিক চাষের জলের ব্যবস্থা করতে হবে, না হলে, এলাকার সতাধিক কৃষক চরম সমস্যায় পড়বে। ঘাটাল ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি (ব্লক তৃণমূলের সভাপতি) দিলীপ মাজি বলেন, জরুরী ভিত্তিক দ্রুত আমরা বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করছি।
Partha Mukherjee