৩ ঘন্টা ২১ মিনিটে ৪২ কিলোমিটার দৌড়ে সকলকে পিছনে ফেলে দেন 'মেদিনীপুরের গর্ব' শ্যামাপদ। তাঁর এই সাফল্যে খুশি আপামর মেদিনীপুর বাসী। স্বর্ণ পদক সহ নগদ ২০ হাজার টাকার পাশাপাশি বহু উপহার পেয়েছেন শ্যামাপদ। তাঁকে এই ম্যারাথনে অংশগ্রহণের জন্য উৎসাহ জুগিয়েছিলেন মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের তপন ভকত, নন্দ ভকত , শান্তনু চক্রবর্তী প্রমুখ। শুক্রবার রাতে শ্যামাপদ দাসের এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য তরুণ সংঘ ক্লাবে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফ।
advertisement
আরও পড়ুনঃ মানবিক রূপ পুলিশের, মানসিক ভারসাম্যহীন সদস্যকে ফিরে পেয়ে খুশি পরিবার
আগামী দিনে আন্তর্জাতিক স্তরের ম্যারাথনে অংশগ্রহন করতে চান মেদিনীপুরের শ্যামপদ দাস। তিনি বলেন, ১১১৫৫ ফুট উচ্চতায় অক্সিজেন লেবেল অনেকটাই কম, সেই আবহাওয়ায় নিজেকে প্রস্তুত করা খুবই কষ্টকর। প্রথম ২/৩ দিন আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই কেটে গেছে। এরপর প্রতিদিন ৪/৫ ঘন্টা করে প্র্যাকটিস করতে হয়েছিল। তবে শেষমেষ জয়ের শিরোপা জিতে আনতে সক্ষম হয়েছি বলেই জানিয়েছেন শ্যামাপদ দাস।
Partha Mukherjee