TRENDING:

Paschim Medinipur News: লাদাখ ৪২ কিমি ম্যারাথনে প্রথম স্থান অধিকার মেদিনীপুরের শ্যামাপদর

Last Updated:

লাদাখ ম্যারাথনে প্রথম স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের শ্যামাপদ দাস। ১১,১৫৫ ফুট উচ্চতায় সমস্ত প্রাকৃতিক বাধা ও প্রতিকূলতা-কে হারিয়ে ৪২ কিলোমিটার পথ দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন বছর ৪৫-এর শ্যামাপদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : লাদাখ ম্যারাথনে প্রথম স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের শ্যামাপদ দাস। ১১,১৫৫ ফুট উচ্চতায় সমস্ত প্রাকৃতিক বাধা ও প্রতিকূলতা-কে হারিয়ে ৪২ কিলোমিটার পথ দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন বছর ৪৫-এর শ্যামাপদ। উল্লেখ্য যে, এই ম্যারাথনে অংশ নেওয়াই ছিল সমুদ্র উপকূলীয় এলাকায় থাকা শ্যামাপদ দাসের কাছে বড় চ্যালেঞ্জের। সঙ্গে ছিল আর্থিক বাধাও। মেদিনীপুর শহরের বিভিন্ন ক্লাব, সংগঠন এবং ব্যবসায়ীদের সহায়তায় সেই সমস্ত বাধা অতিক্রম করে লাদাখে পৌঁছেছিলেন শ্যামাপদ। সারা পৃথিবীর ২০টি দেশের প্রায় ২ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।
advertisement

৩ ঘন্টা ২১ মিনিটে ৪২ কিলোমিটার দৌড়ে সকলকে পিছনে ফেলে দেন 'মেদিনীপুরের গর্ব' শ্যামাপদ। তাঁর এই সাফল্যে খুশি আপামর মেদিনীপুর বাসী। স্বর্ণ পদক সহ নগদ ২০ হাজার টাকার পাশাপাশি বহু উপহার পেয়েছেন শ্যামাপদ। তাঁকে এই ম্যারাথনে অংশগ্রহণের জন্য উৎসাহ জুগিয়েছিলেন মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের তপন ভকত, নন্দ ভকত , শান্তনু চক্রবর্তী প্রমুখ। শুক্রবার রাতে শ্যামাপদ দাসের এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য তরুণ সংঘ ক্লাবে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফ।

advertisement

আরও পড়ুনঃ মানবিক রূপ পুলিশের, মানসিক ভারসাম্যহীন সদস্যকে ফিরে পেয়ে খুশি পরিবার

আগামী দিনে আন্তর্জাতিক স্তরের ম্যারাথনে অংশগ্রহন করতে চান মেদিনীপুরের শ্যামপদ দাস। তিনি বলেন, ১১১৫৫ ফুট উচ্চতায় অক্সিজেন লেবেল অনেকটাই কম, সেই আবহাওয়ায় নিজেকে প্রস্তুত করা খুবই কষ্টকর। প্রথম ২/৩ দিন আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই কেটে গেছে। এরপর প্রতিদিন ৪/৫ ঘন্টা করে প্র্যাকটিস করতে হয়েছিল। তবে শেষমেষ জয়ের শিরোপা জিতে আনতে সক্ষম হয়েছি বলেই জানিয়েছেন শ্যামাপদ দাস।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: লাদাখ ৪২ কিমি ম্যারাথনে প্রথম স্থান অধিকার মেদিনীপুরের শ্যামাপদর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল