Paschim Medinipur News: মানবিক রূপ পুলিশের, মানসিক ভারসাম্যহীন সদস্যকে ফিরে পেয়ে খুশি পরিবার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত ২ মাস ধরে মানসিক ভারসাম্যহীন ব্রজকিশোর মল্লিক নামে এক যুবক ওড়িশার ভদ্রক থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর তাঁর পরিবার পরিজন, আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ভদ্রক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে।
#পশ্চিম মেদিনীপুর : গত ২ মাস ধরে মানসিক ভারসাম্যহীন ব্রজকিশোর মল্লিক নামে এক যুবক ওড়িশার ভদ্রক থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর তাঁর পরিবার পরিজন, আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ভদ্রক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। দীর্ঘ ২ মাস অতিক্রান্ত হওয়ার পরেও কোন হদিস মেলেনি ব্রজকিশোর মল্লিকের। এরই মাঝে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে ব্রজকিশোরের পরিবারের সদস্যের কাছে ফোন যায় ঝাড়গ্রাম থানা থেকে এবং ব্রজকিশোরের পরিবারের এক সদস্য ফোন তুলে জানতে পারেন ঝাড়গ্রাম থানার পুলিশ তাঁদের হারিয়ে যাওয়া ব্রজকিশোর মল্লিককে খুঁজে পেয়েছেন।
ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিপ্লব কর্মকার জানান, তিনি বুধবার রাতে টহল দিতে বেরিয়ে ঝাড়গ্রাম শহরে এক ব্যক্তিকে ইতঃস্তত ঘোরাঘুরি করতে দেখেন এবং ঐ ব্যক্তিকে অস্বাভাবিক আচরণ করতে দেখেন। এরপর তাকে নাম পরিচয় ইত্যাদি জিজ্ঞাসাবাদ করলে সে ঠিক মতো কিছু বলতে পারছিলো না।
আরও পড়ুনঃ সুবর্নরেখা নদীতে নানান রীতিনীতি মেনে মহিলাদের মন্থন ষষ্ঠী উদযাপন
এরপরই পুলিশ তাকে মানসিক ভারসাম্যহীন বুঝতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে, তার বিষয়ে বেশকিছু তথ্য জানতে পারেন ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। এরপর খবর দেওয়া হয় তাঁর পরিবার পরিজনদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গাড়ি নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ন লালজলে! কমছে পর্যটক
খবর পেয়ে তড়িঘড়ি ঝাড়গ্রাম থানায় হাজির হয় ব্রজকিশোর মল্লিকের জামাই বাবু চিত্তরঞ্জন ঘোড়াই এবং সঠিক তথ্যপ্রমাণ ঝাড়গ্রাম থানায় দেখালে ঝাড়গ্রাম থানার পুলিশ ব্রজকিশোর মল্লিককে তার জামাই বাবুর কাছে ফিরিয়ে দেন। দীর্ঘ দু’মাস পর হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে ফিরে পেয়ে খুশি ব্রজকিশোর মল্লিকের পরিবার পরিজনেরা। আর পরিবারের সদস্যদের কাছে পেয়ে খুশি ব্রজকিশোরও। ব্রজকিশোরের পরিবার ঝাড়গ্রাম থানার পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
September 17, 2022 1:04 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: মানবিক রূপ পুলিশের, মানসিক ভারসাম্যহীন সদস্যকে ফিরে পেয়ে খুশি পরিবার