Paschim Medinipur: সুবর্নরেখা নদীতে নানান রীতিনীতি মেনে মহিলাদের মন্থন ষষ্ঠী উদযাপন

Last Updated:

পৌরানিক রীতি মেনে সন্তানের মঙ্গল কামনায় গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে মহিলারা মহা সমারোহে পালন করলেন মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠি বা নদী ষষ্ঠী ব্রত।

+
title=

#ঝাড়গ্রাম : পৌরানিক রীতি মেনে সন্তানের মঙ্গল কামনায় গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে মহিলারা মহা সমারোহে পালন করলেন মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠি বা নদী ষষ্ঠী ব্রত। এদিন গোপীবল্লভপুর, বর্গীডাঙা, নয়াবাসান, খুন্তি মোড়, সামাদী, পিড়াশিমূল, আলমপুর, ভট্টগোপালপুর সহ একাধিক গ্রামের মহিলারা সুবর্নরেখা নদীর তীরে অস্থায়ী ভাবে কলাগাছ, হলুদগাছ, বাঁশ গাছ, দধি তৈরির মন্থন দন্ড সহ একাধিক উপাচার প্রতিস্থাপন করে ব্রত পালন করেন। পাশাপাশি সুবর্ণরেখা নদীর জলে মহিলারা সম্মিলিত ভাবে নদীর জলে অর্ঘ নিবেদন করেন।
পুজো সম্পর্কে স্থানীয় এক পুরোহিত সত্যবান ঘোষাল জানান, মন্থন ষষ্ঠি নামেই মুলত এই ব্রত পরিচিতি। কোথাও কোথাও আবার একে চাপড়া ষষ্ঠি হিসাবে নামকরণ করা হয়েছে। এই ব্রত মুলত বাড়ির মহিলারা রাখেন। সন্তান সন্ততি ও সংসারের মঙ্গল কামনায় কিংবা যে সমস্ত মহিলাদের সন্তান নেই, সেই সমস্ত মহিলারা সন্তানের কামনায় এই ব্রত পালন করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল ষষ্ঠি তিথিতে সুবর্ণরেখা নদীর তীরে অস্থায়ী ভাবে দেবীস্থান প্রতিষ্ঠা করে পুজো হয়।
advertisement
আরও পড়ুনঃ গাড়ি নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ন লালজলে! কমছে পর্যটক
স্থানীয়রা জানান, প্রাচীন কাল থেকে এই এলাকার মানুষেরা এই রীতিনীতি পালন করে আসছেন। অনেকে এই ব্রত করার পর তাদের মনস্কামনা পূরণ হয়েছে। তাই এখানকার মহিলাদের বিশ্বাস তারা এই মন্থন ষষ্ঠীর দিনে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করার মধ্য দিয়ে নদীতে স্নান করে পূজার্চনা করে নিজ নিজ মনস্কামনা পূরনের লক্ষ্যে প্রার্থনা করেন। এদিনের এই পূজার্চনাকে ঘিরে সুবর্নরেখা নদীর তীরে নেমেছিল মহিলাদের ঢল।
advertisement
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: সুবর্নরেখা নদীতে নানান রীতিনীতি মেনে মহিলাদের মন্থন ষষ্ঠী উদযাপন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement