১৮৪ নং CRPF কোম্পানির কমান্ড্যান্ট বি.আর মিনা (B.R MINA) জানান, ঝাড়গ্রাম জেলার ১৮৪ নং ব্যাটেলিয়নের আমতলিয়, ধর্সা, বেলপাহাড়ি সহ যত গুলো ক্যাম্প আছে সমস্ত ক্যাম্পে এই এই কর্মসুচি আজ থেকে শুরু হল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য প্রতিটি গ্রামের যুবক যুবতীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া, যাতে তারা নিজেদের বাড়ি সহ অন্যান্য মানুষদের বাড়ি গিয়ে সেই পতাকা লাগাতে পারেন।
advertisement
আরও পড়ুনঃ শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার
তারই জন্যই এই কর্মসূচির নাম রাখা হয়েছে \"হর ঘর তিরঙ্গা\" ঘর ঘর তিরঙ্গা। এরই পাশাপাশি তিনি বলেন, CRPF এর এই ব্যাটেলিয়ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমস্ত ঝাড়গ্রাম জেলাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছেন, যাতে কোনও দুষ্কৃতী নাশকতা না ঘটাতে পারে।
আরও পড়ুনঃ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা কেন্দ্রীয় মন্ত্রীকে!
এদিন CRPF এর ১৮৪ নং ব্যাটেলিয়নের ক্যাম্প থেকে জাতীয় পতাকা হাতে একটি পদযাত্রা বের হয়ে এলাকা পরিক্রমা করে। পদযাত্রায় অংশ নেয়, বেশকিছু ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ। এই কর্মসুচি ছাড়াও দেশকে সম্মান জানানোর জন্য আরও বেশকিছু কর্মসুচি পালন করা হবে বলেও জানা গেছে।
Partha Mukherjee