TRENDING:

West Medinipur News: আদিবাসীদের বাংলা বনধের প্রভাব পড়ল মেদিনীপুরে

Last Updated:

বনধ সফল করার জন্য আদিবাসী সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন। তার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন পথচারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: কুড়মিদের সাম্প্রতিক আন্দোলনের বিরোধিতা করে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক আদিবাসী সংগঠনের। কুড়মিরা তাদের আদিবাসী স্বীকৃতির দাবিতে গত কয়েক মাস ধরে লাগাতার পথ অবরোধ, রেল অবরোধের পাশাপাশি সম্পতি জঙ্গলমহলে ঘাঘর ঘেরাও শুরু করেছে। তাদের এই দাবির বিরোধিতা করে আদিবাসীদের দাবি, কুড়মিরা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য কোন‌ও কিছুর দিক থেকেই আদিবাসী নয়। কিন্তু জোর করে তারা তপশিলি উপজাতির স্বীকৃতি পেতে চাইছে। সরকার যাতে তাদের সেই চাপের কাছে মাথা নত না করে তারই দাবি জানিয়ে আদিবাসীদের এদিনের এই শক্তি পরীক্ষা বলে বিশেষজ্ঞদের অভিমত। উপজাতিদের এই বাংলা বনধের ভালোই প্রভাব রাজ্যের বিভিন্ন এলাকায় পড়েছে বলে জানা যাচ্ছে।
advertisement

আরও পড়ুন: বাঁকুড়ার খুদের বিশ্ব রেকর্ড! ৩ মিনিটেই বাজিমাত

বৃহস্পতিবার আদিবাসীদের ডাকা বাংলা বনধের জেরে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া এলাকা সহ গোটা জঙ্গলমহলেই জনজীবন বিপর্যস্ত হয়েছে। বনধ সফল করার জন্য আদিবাসী সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন। তার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন পথচারীরা।

advertisement

View More

সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা এবং ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায় শুরু হয় আদিবাসীদের অবরোধ কর্মসূচি। নারায়ণগড় ব্লকের বেলদা সহ একাধিক জায়গায় পথ অবরোধ করে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। বেলদা বিডিও অফিসের গেট বন্ধ করে দেন বনধ সমর্থনকারীরা। ফলে বন্ধ হয়ে যায় ব্লক প্রশাসনের যাবতীয় কাজ। পাশাপাশি ডেবরা, শালবনি, ঘাটালের একাধিক জায়গায় সকাল থেকেই বনধ সফল করার জন্য রাস্তায় নামেন আদিবাসীরা। এদিন মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড‌ও শুনশান ছিল। যারা রাস্তায় বেরিয়েছিলেন গাড়ি না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: আদিবাসীদের বাংলা বনধের প্রভাব পড়ল মেদিনীপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল