আরও পড়ুন: বাঁকুড়ার খুদের বিশ্ব রেকর্ড! ৩ মিনিটেই বাজিমাত
বৃহস্পতিবার আদিবাসীদের ডাকা বাংলা বনধের জেরে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া এলাকা সহ গোটা জঙ্গলমহলেই জনজীবন বিপর্যস্ত হয়েছে। বনধ সফল করার জন্য আদিবাসী সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন। তার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন পথচারীরা।
advertisement
সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা এবং ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায় শুরু হয় আদিবাসীদের অবরোধ কর্মসূচি। নারায়ণগড় ব্লকের বেলদা সহ একাধিক জায়গায় পথ অবরোধ করে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। বেলদা বিডিও অফিসের গেট বন্ধ করে দেন বনধ সমর্থনকারীরা। ফলে বন্ধ হয়ে যায় ব্লক প্রশাসনের যাবতীয় কাজ। পাশাপাশি ডেবরা, শালবনি, ঘাটালের একাধিক জায়গায় সকাল থেকেই বনধ সফল করার জন্য রাস্তায় নামেন আদিবাসীরা। এদিন মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডও শুনশান ছিল। যারা রাস্তায় বেরিয়েছিলেন গাড়ি না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়।
রঞ্জন চন্দ