সিতাপুর কৃষি উন্নয়ন সমিতিতে মোট ৪১ টি আসন আছে। অন্যান্য সমবায় সমিতির মত এখানেও সরাসরি রাজনৈতিক দলের প্রতীকে প্রার্থী দাঁড় করানো যায় না। সেই নিয়ম মেনেই তৃণমূল ও সিপিএম সমর্থিত প্রার্থীরা ৪১ টি করে আসনে মনোনয়ন জমা দেয়। বিজেপি সমর্থিত প্রার্থীরা মোটে ২৫ টি আসনে মনোনয়ন জমা দিতে পেরেছিল। রবিবারের ভোটের শেষে ফল গণনার পর দেখা যায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৩২ টি আসনে জয়ী হয়েছে। ফলে তারাই এই সমবায় সমিতির ক্ষমতা দখল করেছে। অপরদিকে সিপিএম সমর্থিত প্রার্থীরা ৯ টি আসন দখল করে। বিজেপি সমর্থিত প্রার্থীরা একটিও আসনে জিততে পারেনি।
advertisement
আরও পড়ুন: হর্ন বাজানোকে কেন্দ্র করে বচসা, তারপরই পিটিয়ে মারা হল ক্রিকেটারকে!
সিতাপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির ফলাফলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে জেলার রাজনৈতিক মহল। একেতো দীর্ঘ ছয় দশক পর প্রথমবার নির্বাচন হল এখানে, তার উপর বিজেপি বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি। উল্টে দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেছে বামেরা। এই নিয়ে তৃণমূল-বাম হাত মিলিয়ে চলার অভিযোগ করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। অপরদিকে সিপিএমের দাবি, এই সমবায় সমিতির ভোটের ফলে প্রমাণ হয়ে গিয়েছে বিজেপি নয়, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রধান বিরোধী বামেরা।






