মুর্শিদাবাদ: হর্ন বাজানোকে কেন্দ্র করে বাধল বিবাদ। আর তার জেরেই পিটিয়ে মারল ক্রিকেটারকে। রবিবার সন্ধেয় ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিনতির শিকার হলেন মুর্শিদাবাদের তারক ঘোষ। সামান্য বিবাদ থেকে শুরু হয় বচসা আর তাতেই পিটিয়ে মারা হয় ওই যুবককে।
জানা গিয়েছে, নবগ্রামের রামানন্দপুরে ক্রিকেট খেলতে গিয়েছিলেন জারুলিয়া গ্রামের বাসিন্দা তারক ঘোষ। খেলা শেষে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নবগ্রাম কিষান মান্ডির কাছে হর্ন বাজানোকে কেন্দ্র করে বিবাদ বাধে। তার জেরে ব্যাপক মারধর করা হয় তারকাকে। সঙ্গে আরও দু'জনকে মারধর করে ওখানকার একদল যুবক। গুরুতর আহত হন তারক সহ তিনজন। তাঁদেরকে নবগ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তারক ঘোষকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: রঘুনাথগঞ্জে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিনতি যুবকের
মৃত তারক ঘোষের মামা জানান, "তারক ক্রিকেট খেলতে খুব ভালোবাসত। সেই কারণেই রবিবার বিকেলে রামানন্দপুর গ্রামে ক্রিকেট খেলতে গিয়েছিল। খেলা শেষে ওরা কয়েকজন নবগ্রামের রাস্তা ধরে আসছিল। কিষান মান্ডির কাছে মটর বাইকের হর্ন বাজানোকে কেন্দ্র করে এলাকার কিছু যুবকের সঙ্গে ওদের ঝামেলা বাধে। কিষাণ মান্ডির কাছে ঝামেলা হলেও সেখানে সেখানে তখনকার মত বিষয়টি মিটে যায়। কিন্তু পলসন্ডা মোড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে আসতেই আবারও ঝামেলা শুরু হয়। ব্যাট ও লাঠি দিয়ে মারধর করা হয় তারকদের।" সূত্রের খবর, দুই পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর আহত হয় তিন যুবক। স্থানীয়দের তৎপরতায় পলসন্ডা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিন যুবকের মধ্যে তারক ঘোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় নবগ্রাম থানার পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিং জানান, এই ঘটনায় পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের পরিবার দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছে।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricketer, Murshidabad news, Nabagram