মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শিমুল্লা চৌকি এলাকায় জমির ডিপ মেশিনের বোরিং এর কাজ করতে গিয়ে এগারো হাজার ভোল্টের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হলেন দুজন । বর্তমানে আহতরা জঙ্গিপুর মহকুমা হসপিটাল চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে মৃতের নাম নবাব শেখ, বাড়ি খড়গ্রাম থানা এলাকায়।
শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার তিনজন কল মিস্ত্রি জমির ডিপ মেশিন বসাবার উদ্দেশ্যেই রঘুনাথগঞ্জ থানার শিমুলিয়া গ্রামের কাজ শুরু করে। কিছুক্ষণ কাজ করার পরই পাইপ মাটির তলায় বসানোর সময় পাইপের মাথা ১১ হাজার ভোল্ট তারের সংস্পর্শে চলে আসে। ফলে দুই যুবক বিদ্যুৎপৃষ্ট হয়। এই আকস্মিক বিদ্যুৎ প্রবাহের জেরে অন্য আর একজন যুবক মাচা থেকে ছিটকে পড়ে যায়। তাদের তিনজনকেই জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বছর ত্রিশের যুবক নবাব শেখকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর মৃতের গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
আরও পড়ুন- খনি ভরাট হচ্ছে দূষিত ছাই দিয়ে! কাণ্ড দেখে বেজায় বিরক্ত এলাকাবাসি
আরও পড়ুন- 'নুন আনতে পান্তা ফুরায়', বাঁশি সুর হারিয়ে যাচ্ছে অভাবের অন্ধকারে
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় দুজন জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তারা জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার শঙ্করপুর এলাকায়।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Murshidabad district news, Murshidabad news