West Midnapore News: 'নুন আনতে পান্তা ফুরায়', বাঁশি সুর হারিয়ে যাচ্ছে অভাবের অন্ধকারে

Last Updated:

প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতাতেও সমান ভাবে টক্কর দিচ্ছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার রেডিপুরের বাসিন্দা লক্ষ্মীকান্ত পাইকারা।

+
অভাবের

অভাবের কাছে হার মেনেছে বাঁশি সুর

পশ্চিম মেদিনীপুর:বাঁশের বাঁশিতে সুর ওঠে আনন্দের, ওঠে বিষাদের।ছোট থেকে পড়াশুনা ছেড়ে সেই বাঁশি নিয়েই তিনি স্বপ্ন দেখতে শুরু করেন। বাঁশের বাঁশি তাঁর ধ্যান জ্ঞান। প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতাতেও সমান ভাবে টক্কর দিচ্ছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার রেডিপুরের বাসিন্দা লক্ষ্মীকান্ত পাইকারা।
অত্যন্ত দরিদ্র পরিবারে থেকে বড় হয়েছেন তিনি। চতুর্থ শ্রেণীতে পড়ার পর বাঁশির প্রতি ঝোঁক থাকায় জীবনটা শুরু করেছিলেন বাঁশির সুরে।গ্রামের গুরুর কাছ থেকে তালিম নিয়ে শুরু তাঁর নতুন জীবন। ছোট থেকে বাউলগান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশির সুর তুলেছেন তিনি। রাত জেগে বিভিন্ন যাত্রাদলে নানান আবহ সৃষ্টি করেছেন লক্ষ্মীকান্ত বাবু।
advertisement
advertisement
বয়স যখন  ২০ তখন থেকে শুরু তাঁর কর্মজীবন। কলকাতা, হাইরোড, বেলদার বিভিন্ন যাত্রাদলে বাঁশির বাজিয়েছেন। কিন্তু দিন যত গড়িয়েছে, বাঁশি বাজিয়ে অর্থ সংস্থান করতে পারেননি সংসারে। ফলত সংসার চালাতে  বিভিন্ন হাটে হাটে গিয়ে কাঁচা সবজি বিক্রি করা শুরু করেন। আর পাশাপাশি দু-একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে থাকেন।
advertisement
বর্তমানে সেই লক্ষ্মীকান্ত আজ পঞ্চাশের। শুধু ব্লক কিংবা জেলা স্তর নয় রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ করেছেন তিনি, জিতেছেন পদকও। সরকারিভাবে শিল্পী ভাতাটুকুই পান। তাতে তাঁর সংসার খুব একটা ভাল চলে না। সকাল থেকেই বাঁশি নিয়ে বসেন রেওয়াজ করতে। কিন্তু মাসে হয়তো ডাক পান হাতে গোনা কয়েকটা অনুষ্ঠানে। এভাবেই চলে তাঁর  দিন। কখনো নিকট আত্মীয়ের ভাইকে বাউল গানে আবহ দেন আবার কখনও আবার নাতনিদের বাঁশি শেখান ।
advertisement
সকাল আর বিকেল হলেই হাটে হাটে বিক্রি করেন কাঁচা সবজি । লক্ষ্মীকান্ত পাইকারা চান তাঁকে সরকারিভাবে সাহায্য করা হোক, সরকারি অনুষ্ঠান গুলিতে তাঁকে বাঁশি বাজানোর জন্য ডাকা হোক এবং এই একই দাবি তাঁর স্ত্রীরও। যদি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পান তবে শিল্পীর বাঁশির সুরটা বেঁচে থাকবে। বয়সের ভার পাশাপাশি থাবা বসিয়েছে রোগও।ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে সংসার। সবটা মিলিয়ে যেন দারিদ্রতার মাঝেই চাপা পড়ছে শিল্পীর শিল্পসত্ত্বা।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: 'নুন আনতে পান্তা ফুরায়', বাঁশি সুর হারিয়ে যাচ্ছে অভাবের অন্ধকারে
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement