আমেরিকায় তেল ট্যাঙ্কার আটক কাণ্ড, তিন ভারতীয়র মধ্যে রয়েছেন হিমাচলের এক মার্চেন্ট নেভি অফিসার, উদ্বেগে পরিবার!
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল চালানে যুক্ত মেরিনেরা ট্যাঙ্কার সিজ করেছে, যেখানে রক্ষিত চৌহানসহ তিন ভারতীয় ক্রু আটক। পরিবার প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ প্রত্যাবর্তনের আবেদন জানিয়েছে।
ভেনেজুয়েলার তেল চালানের সঙ্গে যুক্ত তেল ট্যাঙ্কার মেরিনেরা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সিজ হয়েছে। আটক হওয়া ক্রু সদস্যদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক ছিলেন। এই তিন ভারতীয়ের মধ্যে থাকা হিমাচলপ্রদেশের ২৬ বছর বয়সি এক মার্চেন্ট নেভি অফিসারের পরিবার এখন তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে।
সপ্তাহব্যাপী ধাওয়ার পর এই সপ্তাহে উত্তর আটলান্টিকে ট্যাঙ্কারটিকে আটক করে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়া হয়। মেরিনেরা ট্যাঙ্কারটিতে ২৮ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ২০ জন ইউক্রেনীয়, ছয়জন জর্জিয়ান, দুজন রুশ এবং তিনজন ভারতীয়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত তেল পরিবহনে জড়িত ছিল এবং বিদ্যমান নিষেধাজ্ঞা এড়ানোর প্রচেষ্টার অংশ ছিল।
advertisement
advertisement
হিমাচলের কাংড়া জেলার বাসিন্দা রক্ষিত চৌহানকে তাঁর রুশ নিয়োগকর্তা প্রথম সমুদ্রযাত্রার জন্য ভেনেজুয়েলায় পাঠিয়েছিলেন এবং সেখানে মার্কিন কর্তৃপক্ষ তাঁকে আটক করে। তাঁর মা রীতা দেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আবেদন জানিয়েছেন।
advertisement
তিনি বলেন, “দয়া করে আমার ছেলে রক্ষিতের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করুন।” সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শোকার্ত মা কাংড়ায় সাংবাদিকদের বলেন যে রক্ষিতের বিয়ে ১৯ ফেব্রুয়ারি ঠিক হয়ে আছে।
তিনি বলেন, “আমরা ৭ জানুয়ারি শেষবার রক্ষিতের সঙ্গে কথা বলেছিলাম এবং বিয়ের আগে তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। “আমরা প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে রক্ষিত এবং গোয়া ও কেরলের আরও দুজনের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আবেদন জানাচ্ছি, যারা একই জাহাজের ক্রু সদস্য।”
advertisement
তদন্তকারীরা জাহাজটির মালিকানা, চার্টারিং ব্যবস্থা এবং সামুদ্রিক ও নিষেধাজ্ঞা আইন মেনে চলার বিষয়টি পরীক্ষা করার সময় পুরো ক্রু সদস্যদের আটক করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেননি যে ক্রু সদস্যদের কতদিন আটক রাখা হবে বা তদন্ত চলাকালীন তাদের কী ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
এদিকে, এই আটকের ঘটনায় রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র ক্রেমলিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে। প্রতিবেদন অনুসারে, পূর্বে বেলা ১ নামে পরিচিত জাহাজটি ভেনেজুয়েলা, ইরান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কিত তেল চালানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
Jan 12, 2026 3:34 PM IST







