রবিবার ভোর রাতে নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কের উকুনমারির কাছে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রায় ৪০জন। জানা গিয়েছে, পর্যটক বোঝাই বাসটি ওড়িষ্যার পুরি থেকে গঙ্গাসাগর যাওয়ার সময়, খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে, নারায়ণগড়ের উকুনমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আরও পড়ুন: বকখালিতে ধরা পড়ল ২ কিলো ওজনের বিশালকার কাঁকড়া! দাম শুনলে অবাক হবেন
advertisement
দুর্ঘটনায় আহত হন বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে এক শিশু-সহ ৯ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: পুজোর আগে সবচেয়ে কম দামে মিলছে বিষ্ণুপুরী বালুচরী! কোথায়? দেখে নিন
বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়। যাত্রীরা জানান, গত সোমবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে দীঘা ও পুরী হয়ে গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল।তবে মাঝ পথে ঘটে দুর্ঘটনা। তাদের দাবি, খালাসী গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে গোটা ঘটনা তদন্তে নেমেছে নারায়ণগড় থানার পুলিশ।
Ranjan Chanda