South 24 Parganas News: বকখালিতে ধরা পড়ল ২ কিলো ওজনের বিশালকার কাঁকড়া! দাম শুনলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
বকখালির সমুদ্রতট থেকে প্রায় ২ কিলো ওজনের একটি কাঁকড়া ধরে তাক লাগালেন স্থানীয় কয়েকজন কিশোর। পাইকারি বাজারে এই কাঁকড়াটি প্রায় সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হয়েছে।
নামখানা: বকখালির সমুদ্রতট থেকে প্রায় ২ কিলো ওজনের একটি কাঁকড়া ধরে তাক লাগালেন স্থানীয় কয়েকজন কিশোর। পাইকারি বাজারে এই কাঁকড়াটি প্রায় সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হয়েছে।

বকখালির সমুদ্রতট সংলগ্ন কালিস্থানের কাছে ঘোরাঘুরি করার সময় স্থানীয় কয়েকজন যুবকের তটের উপর থাকা একটি গর্তে নজরে পড়ে। কৌতুহল বশত সেই গর্ত খুঁড়ে ওই যুবকেরা প্রায় ২ কিলো ওজনের ওই কাঁকড়া পান। এরপর কাঁকড়াটিকে পাইকারি বাজারে বিক্রির জন্য নিয়ে যান।
advertisement
advertisement
সুন্দরবনের জঙ্গলের খাঁড়ি এবং নদী ও সমুদ্র উপকূল থেকে মৎস্যজীবীরা কাঁকড়া শিকার করলেও প্রায় দু’কিলো ওজনের এত বড় কাঁকড়া আগে কখনও ধরা পড়েনি বলে দাবি এলাকার বাসিন্দাদের। এই কাঁকড়া দেখতে সেখানে ভিড় করেছিলেন অনেকেই।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় গ্রামে প্রথম দুর্গাপুজো করবেন মহিলারা! কাঁধে কাঁধ মিলিয়ে সামিল পড়ুয়ারাও
কাঁকড়াটি সাইলা সেরটা প্রজাতির। এটিকে ম্যানগ্রোভ ক্র্যাবও বলা হয়। এই কাঁকড়া সাধারণত ৩.৫ কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ম্যানগ্রোভ বনভূমি এলাকায় সমুদ্রতটে দেখা যায়। সেজন্য লোকালয়ে এই কাঁকড়া খুব একটা দেখতে পাওয়া যায়না।
advertisement
এই কাঁকড়া পাওয়ার পর খুশি স্থানীয় যুবকরা। তাঁরা কাঁকড়াটি বিক্রি করে হাতে দু’হাজার টাকা পায়। হঠাৎ করে এই টাকা পেয়ে খুবই খুশি তাঁরা। এভাবে ঘুরতে ঘুরতে এত বড় কাঁকড়া পাওয়া এবং সেই কাঁকড়া বিক্রির পর হাতে টাকা পেয়ে যাওয়ায় খুবই খুশি তাঁরা।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 4:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বকখালিতে ধরা পড়ল ২ কিলো ওজনের বিশালকার কাঁকড়া! দাম শুনলে অবাক হবেন