Durga Puja 2023: পুজোর আগে সবচেয়ে কম দামে মিলছে বিষ্ণুপুরী বালুচরী! কোথায়? দেখে নিন

Last Updated:

সাধারণত একটি বালুচরী শাড়ির মূল্য শুরু হয় সাড়ে সাত হাজার টাকা থেকে। ন্যূনতম মূল্য যেখানে সাড়ে সাত হাজার সেখানে মধ্যবিত্তের সাধ্যের বাইরে এই শাড়ি। তা বলে কি বালুচরী শাড়ির স্বাদ পাবে না মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত বাঙালি? সেই কারণেই এবার পুজোয় বিশেষ আকর্ষণ বালুচরী সালোয়ার কামিজ ও ওড়না। দাম অর্ধেকেরও কম।

+
title=

বাঁকুড়া: হাজার বুটির বালুচরী, ফিগার আঁকা কিংবা ফিগার বিহীন স্বর্ণচরী, বিষ্ণুপুরী বালুচরী শিল্পীদের কাছে রয়েছে নানা শাড়ির বিরাট সম্ভার।  বালুচরী, স্বর্ণচরি এবং কাতান সিল্কের শাড়ির প্রতি আকর্ষণ রয়েছে অনেকে। পুজো আসছে,পুজোর আগেই তাই কম দামে বিক্রি হচ্ছে বালুচরী এবং স্বর্নচরী শাড়ি।
সাধারণত একটি বালুচরী শাড়ির মূল্য শুরু হয় সাড়ে সাত হাজার টাকা থেকে। ন্যূনতম মূল্য যেখানে সাড়ে সাত হাজার সেখানে মধ্যবিত্তের সাধ্যের বাইরে এই শাড়ি। তা বলে কি বালুচরী শাড়ির স্বাদ পাবে না মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত বাঙালি? সেই কারণেই এবার পুজোয় বিশেষ আকর্ষণ বালুচরী সালোয়ার কামিজ ও ওড়না। দাম অর্ধেকেরও কম।
advertisement
advertisement
শিল্পী অরুণ দে বলেন, “যারা বিষ্ণুপুরে আসেন তাঁরা বিষ্ণুপুরী বালুচরী পছন্দ করেন। তাদের মধ্যে অনেকেই রয়েছেন শাড়ি পড়তে পছন্দ করেন না। তাদের জন্য বিষ্ণুপুরী বালুচরী সালোয়ার কামিজ ও বালুচরী দোপাট্টা।”
advertisement
করোনার সময় বালুচরী শিল্পীরা সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রাথমিকভাবে। তারপর অনলাইন মাধ্যমে ব্যবসার গতিপ্রকৃতি পরিবর্তন করতেই লাভের মুখ দেখতে শুরু করেন তাঁরা। বিষ্ণুপুরী বালুচরী আবারও দাঁড়িয়েছে নিজের পায়ে। পাচ্ছে জগৎজোড়া ভালবাসা। তারই মধ্যে বিষ্ণুপুরের বালুচরী শাড়ি কিনতে বেশ ভিড় দেখা যাচ্ছে শাড়ির দোকানে।
advertisement
নতুন প্রজন্মের ক্রেতাদের মধ্যেও বালুচরী শাড়ির প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। ক্রেতা ধরে রাখতে বালুচরী শিল্পীরা নানা নতুন উদ্ভাবন করেছেন। বালুচরী সালোয়ার কামিজও সেই উদ্ভাবন গুলির অন্যতম। তাছাড়াও থাকছে ওড়না। খুব সহজেই ব্যবহার করা যায় এই ওড়না। সেই কারণে চাহিদা বাড়ছে বালুচরী ওড়নারও।
শিল্পী অরুণ দে বলেন “শাড়ির মধ্যে সবচেয়ে কম মূল্যের বালুচরীর দাম সাড়ে সাত হাজার টাকা। সেই কারণে অনেকেই কিনতে পারেন না এই শাড়ি। কিন্তু সেখানে বালুচরী সালোয়ার কামিজ ও ওড়নার দাম ১৬৫০ টাকা থেকে শুরু।”
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Durga Puja 2023: পুজোর আগে সবচেয়ে কম দামে মিলছে বিষ্ণুপুরী বালুচরী! কোথায়? দেখে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement