এর আগেও শুভজিৎ বেশ কয়েকটি হাতের সুদক্ষ কাজ করে তাক লাগিয়েছিল, লেড পেন্সিল কেটে বানিয়েছিল ক্ষুদ্রতম অশোক স্তম্ভ, আর তাতে তার ইন্ডিয়া বুক অব রেকর্ডে নামও উঠেছিল। এমনকি করোনার সময় পেপার কাটিং করে এঁকেছিল একই মেড়ে দুর্গা সহ লক্মী, সরস্বতী কার্তিক গনেশ। শুধু তাই নয় শুভজিতের বাড়িতে সুন্দর সুন্দর হাতের কাজের ছড়াছড়ি।
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পড়ুয়া জোগাড় করতে হিমশিম শিক্ষকেরা!
শুভজিতের দাবি, দুবছর করোনার জেরে বন্ধ ছিল কেদারনাথ যাত্রা, এবছর পুনরায় তা চালু হয়েছে। দীর্ঘদিন ধরে কেদারনাথ যাওয়ার ইচ্ছে তার। যাওয়া কবে হবে জানে না সে, তাই বাড়িতে বসেই শুভজিৎ কেদারনাথ দর্শন করল তারই নিজের হাতের শিল্পকলা দিয়ে বানানো কেদারনাথ মন্দিরে।
আরও পড়ুনঃ মর্মান্তিক! কাঁসাই ব্রিজ থেকে পড়ে নদীতে তলিয়ে গেলেন রেলকর্মী!
প্রায় ৮ ঘন্টার প্রচেষ্টায় শুভজিৎ তৈরি করে ফেলেছে হুবহু কেদারনাথ মন্দির। আর এই কেদারনাথের কারুকার্য তাক লাগিয়েছে এলাকার মানুষজনের মধ্যে। তার তৈরি চক পেনসিল কেটে কেদারনাথ মন্দির দেখতে তার বাড়িতে ভীড় জমাচ্ছেন আশেপাশের মানুষেরা।
Partha Mukherjee