গঙ্গা নদীকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় তার একটি ক্ষুদ্র প্রয়াস বহরমপুর পুরসভা তথা ডিস্ট্রিক গঙ্গা কমিটি মুর্শিদাবাদ জেলার। মকর সংক্রান্তির বিশেষ মুহূর্তকে তুলে ধরতেই বহরমপুর যুগাগ্নি নাট্যগোষ্ঠীর “পতিত পাবনী গঙ্গে” নামক পথনাটিকা পরিবেশিত হয় গঙ্গা নদীর ঘাটে।
advertisement
অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন উপ-পৌরপিতা স্বরূপ সাহা, বহরমপুর পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অভিজিৎ চৌধুরী, বহরমপুর পৌরসভার CIC conjarvanci তথা কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক, এছাড়া বিভিন্ন স্তরের স্কুল- কলেজ, বহরমপুর ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ের এন সি সি ক্যাডেট ও মকর সংক্রান্তির পূর্ণস্নান করতে আসা সাধারণ মানুষেরা এই পথনাটিকায় দেখতে ভিড় জমান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বহরমপুর পৌরসভার উপ-পৌরপিতা স্বরূপ সাহা জানিয়েছেন, ‘সারা বছর গঙ্গাকে পরিষ্কার রাখার সর্বত্র ব্যবস্থা আমরা রেখেছি। গঙ্গা আমাদের মাতৃসম। আমাদের জেলায় যে গঙ্গা কমিটি হয়েছে তার চেয়ারম্যান আছেন জেলা শাসক। গঙ্গার তীরবর্তী যে সমস্ত পৌরসভা এবং ব্লক রয়েছে তারা সারা বছরব্যাপী গঙ্গাকে পরিষ্কার রাখার কাজ করে চলেছেন। তাই আজকে আমরা নাটকের মধ্যে দিয়েই গঙ্গা পরিস্কারের বিশেষ উদ্যোগী হলাম।’





