TRENDING:

Murshidabad News: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা পরিষ্কার রাখতে বহরমপুর পৌরসভার অভিনব উদ্যোগ! দেখতে ভিড় জমল নদীর ঘাটে‌

Last Updated:

Murshidabad News: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা নদীকে পরিষ্কার রাখতে বহরমপুর পৌরসভার দারুণ উদ্যোগ। পুণ্যার্থী এবং জেলাবাসীর জন্য বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ঘাটে ভাগীরথী গঙ্গা নদীর তীরে পথনাটিকা পরিবেশিত হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর, কৌশিক অধিকারী: ভারতবর্ষ নদীমাতৃক দেশ। এই দেশের ৪২টি শহরের মধ্য দিয়ে গঙ্গানদী প্রবাহিত হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর একটি। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে বহরমপুর পৌরসভার উদ্যোগে “গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার” অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি “পথ নাটিকার” আয়োজন করা হয় বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ঘাটে ভাগীরথী গঙ্গানদীর তীরে।
advertisement

গঙ্গা নদীকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় তার একটি ক্ষুদ্র প্রয়াস বহরমপুর পুরসভা তথা ডিস্ট্রিক গঙ্গা কমিটি মুর্শিদাবাদ জেলার। মকর সংক্রান্তির বিশেষ মুহূর্তকে তুলে ধরতেই বহরমপুর যুগাগ্নি নাট্যগোষ্ঠীর “পতিত পাবনী গঙ্গে” নামক পথনাটিকা পরিবেশিত হয় গঙ্গা নদীর ঘাটে‌।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় আমূল পরিবর্তন গঙ্গাসাগরে! পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে হ্যাম রেডিওর ব্যবহার

advertisement

অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন উপ-পৌরপিতা স্বরূপ সাহা, বহরমপুর পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অভিজিৎ চৌধুরী, বহরমপুর পৌরসভার CIC conjarvanci তথা কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক, এছাড়া বিভিন্ন স্তরের স্কুল- কলেজ, বহরমপুর ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ের এন সি সি ক্যাডেট ও মকর সংক্রান্তির পূর্ণস্নান করতে আসা সাধারণ মানুষেরা এই পথনাটিকায় দেখতে ভিড় জমান।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা পরিষ্কার রাখতে অভিনব উদ্যোগ বহরমপুরে, ভিড় জমল নদীর ঘাটে
আরও দেখুন

বহরমপুর পৌরসভার উপ-পৌরপিতা স্বরূপ সাহা জানিয়েছেন, ‘সারা বছর গঙ্গাকে পরিষ্কার রাখার সর্বত্র ব্যবস্থা আমরা রেখেছি। গঙ্গা আমাদের মাতৃসম। আমাদের জেলায় যে গঙ্গা কমিটি হয়েছে তার চেয়ারম্যান আছেন জেলা শাসক। গঙ্গার তীরবর্তী যে সমস্ত পৌরসভা এবং ব্লক রয়েছে তারা সারা বছরব্যাপী গঙ্গাকে পরিষ্কার রাখার কাজ করে চলেছেন। তাই আজকে আমরা নাটকের মধ্যে দিয়েই গঙ্গা পরিস্কারের বিশেষ উদ্যোগী হলাম।’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা পরিষ্কার রাখতে বহরমপুর পৌরসভার অভিনব উদ্যোগ! দেখতে ভিড় জমল নদীর ঘাটে‌
Open in App
হোম
খবর
ফটো
লোকাল