Gangasagar Mela 2026: রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় আমূল পরিবর্তন গঙ্গাসাগরে! পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে হ্যাম রেডিওর ব্যবহার
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Gangasagar Mela 2026: নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে গঙ্গাসাগর মেলায় হ্যাম রেডিওর ব্যবহার। মেলা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে আধুনিক ভিএইচএফ ও ইউএইচএফ রেডিও সেট, রিপিটার স্টেশন এবং পোর্টেবল ওয়াকি-টকি।
দক্ষিণ ২৪ পরগনা,গঙ্গাসাগর, সুমন সাহা: কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আধুনিক প্রযুক্তির যুগে এখন গঙ্গাসাগর নতুন রূপে সেজে উঠেছে। এখন সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার। রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় আমূল পরিবর্তন ঘটেছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলায় বিপুল জনসমাগম ও বিস্তীর্ণ এলাকাজুড়ে নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে হ্যাম রেডিওর অত্যাধুনিক প্রযুক্তি।
মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়লেও যাতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে না পড়ে, সেই লক্ষ্যেই প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে হ্যাম রেডিও অপারেটররা দিনরাত কাজ করেছেন। মেলা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে আধুনিক ভিএইচএফ ও ইউএইচএফ রেডিও সেট, রিপিটার স্টেশন এবং পোর্টেবল ওয়াকি-টকি।
আরও পড়ুনঃ অনলাইন গেমিং ও বিনিয়োগ থেকে সতর্ক! ভুয়ো কলসেন্টার খুলে হুগলিতে যা হল, গ্রেফতার ৭ ভিনরাজ্যের দুষ্কৃতী
এই প্রযুক্তির মাধ্যমে পুলিশ, সিভিল ডিফেন্স, স্বাস্থ্য দফতর ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়েছে। হারিয়ে যাওয়া পুণ্যার্থীকে খুঁজে পাওয়া, জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া কিংবা ভিড় নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই হ্যাম রেডিও কার্যকর ভূমিকা নিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘গঙ্গা মাইকি জয়’! কনকনে শীতে উৎসব মুখর গঙ্গাসাগর, সংক্রান্তির পবিত্র লগ্নে পুণ্যার্জনের আশায় ডুব সাধু থেকে গৃহীর, দেখুন সরাসরি
বিশেষভাবে প্রতিবন্ধী, বয়স্ক ও অসুস্থ পুণ্যার্থীদের সহায়তায় হ্যাম রেডিওর অবদান প্রশংসিত হয়েছে। অনেক ক্ষেত্রে হুইলচেয়ার পরিষেবা, অ্যাম্বুলেন্স ডাকা বা নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার তথ্য দ্রুত আদান-প্রদান করা সম্ভব হয়েছে এই প্রযুক্তির সাহায্যে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গঙ্গাসাগর মেলায় হ্যাম রেডিও প্রমাণ করেছে, আধুনিক প্রযুক্তি ও স্বেচ্ছাসেবার মেলবন্ধন ঘটলে এত বড় ধর্মীয় সমাবেশেও নিরাপত্তা ও পরিষেবা নির্বিঘ্নে বজায় রাখা যায়।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 15, 2026 10:04 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় আমূল পরিবর্তন গঙ্গাসাগরে! পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে হ্যাম রেডিওর ব্যবহার









