Gangasagar Mela 2026: 'গঙ্গা মাইকি জয়'! কনকনে শীতে উৎসব মুখর গঙ্গাসাগর, সংক্রান্তির পবিত্র লগ্নে পুণ্যার্জনের আশায় ডুব সাধু থেকে গৃহীর, দেখুন সরাসরি

Last Updated:

Gangasagar Mela 2026: সংক্রান্তি পুণ্যলগ্নে ডুব দিতে গঙ্গাসাগরে বাড়ছে ভিড়। হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই ঘড়ির কাঁটা রাত বারোটার গণ্ডি পেরোতেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামল সাগরতটে। সেই সংখ্যা কোটি ছাড়ানোর অপেক্ষায়‌।

+
গঙ্গাসাগরে

গঙ্গাসাগরে পুণ্যস্নান

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: উৎসব মুখর গঙ্গাসাগর। সংক্রান্তি পুণ্যলগ্নে ডুব দিতে বাড়ছে ভিড়। হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই ঘড়ির কাঁটা রাত বারোটার গণ্ডি পেরোতেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামল সাগরতটে। সেই সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়‌।
আবহমানকালের বিশ্বাসে বঙ্গোপসাগর ও গঙ্গার মিলনক্ষেত্রে মকর সংক্রান্তির পবিত্র স্নানে পুণ্যার্জনের আশায় ডুব দিচ্ছে সাধু থেকে গৃহী। অন্ধকার রাতেও সাগরতট যেন জেগে ওঠে এক অপার্থিব আলোয়। ‘গঙ্গা মাইকি জয়’ ধ্বনিতে উৎসব মুখর হয়ে ওঠে গোটা মেলা চত্বর।
আরও পড়ুনঃ ৬০ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে গঙ্গাসাগরে বিরাট সাফল্য প্রশাসনের! মেলা প্রাঙ্গণ থেকে ১১২ জন গ্রেফতার
কেউ প্রদীপ জ্বালিয়ে গঙ্গার আরতি করছেন, কেউ ধুপ-ধুনোর ধোঁয়ায় প্রার্থনায় মগ্ন। হাজার হাজার প্রদীপের আলোয় সাগরের ঢেউ যেন ঝলমল করে উঠছে। অনেক পুণ্যার্থী গরুর লেজ ধরে বৈতরণি পার হওয়ার প্রথা পালন করছেন। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কষ্ট সহ্য করে এখানে এসেছেন ভক্তরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঝোপের আড়ালে খসখস শব্দ! কাছে যেতেই আত্মারাম খাঁচা, লোকালয় থেকে ১৫ ফুটের অজগর উদ্ধার, বানারহাটে চাঞ্চল্য
সাগরস্নানের পর সেই পবিত্র মুহূর্ত মোবাইলে বন্দি করছেন অনেকে, কেউ আবার লাইভ ভিডিওতে প্রিয়জনদের সাগরের দৃশ্য দেখাচ্ছেন। তবে বিপুল ভিড়ের মাঝে হারিয়েও যাচ্ছেন অনেকে। পরিজনকে না পেয়ে হাউমাউ করে কাঁদছেন কেউ কেউ। রাত থেকেই মেলার ঘোষণাকেন্দ্র থেকে নিখোঁজের লাগাতার ঘোষণা চলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্নান শেষে কপিলমুনি আশ্রমের সামনে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন। ভিড় সামাল দিতে বসানো হয়েছে একাধিক ড্রপ গেট। বুধবার বেলা ১টা ১৯ মিনিট থেকে পুণ্যযোগ শুরু। সারাদিন ধরে আরও পুণ্যার্থীর আগমন হবে। সেই অনুযায়ী জেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে সবরকম‌।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: 'গঙ্গা মাইকি জয়'! কনকনে শীতে উৎসব মুখর গঙ্গাসাগর, সংক্রান্তির পবিত্র লগ্নে পুণ্যার্জনের আশায় ডুব সাধু থেকে গৃহীর, দেখুন সরাসরি