Python Rescue: ঝোপের আড়ালে খসখস শব্দ! কাছে যেতেই আত্মারাম খাঁচা, লোকালয় থেকে ১৫ ফুটের অজগর উদ্ধার, বানারহাটে চাঞ্চল্য
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jalpaiguri Python Rescue: শিকারের খোঁজে বিশালাকার অজগরের হানা লোকালয়। উদ্ধার প্রায় ১৫ ফুট লম্বা অজগর সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের দুরামারি শিমুল ঝরা এলাকায়।
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূর: সকাল সকাল পিলে চমকে যাওয়ার মতো দৃশ্য। শিকারের খোঁজে বিশালাকার অজগরের হানা লোকালয়। জলপাইগুড়ির লোকালয় থেকে উদ্ধার প্রায় ১৫ ফুট লম্বা অজগর সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের দুরামারি শিমুল ঝরা এলাকায়।
বুধবার স্থানীয় বাসিন্দারা হঠাৎই ঝোপঝাড়ের মধ্যে বিশালাকার একটি অজগর সাপকে দেখতে পায়। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একেবারে হইচই কাণ্ড বেঁধে যায়। সাপ দেখতে বহু মানুষের ভিড় জমতে শুরু করে। প্রায় ২৫০-৩০০ মানুষ জড়ো হয় সেখানে। এরপরেই স্থানীয় বাসিন্দারা খবর দেন মরারঘাট রেঞ্জের খট্টিমারি বন দফতরের কর্মীদের।
আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার! পুলিশের সারপ্রাইজ ভিজিটে ভেস্তে গেল প্ল্যান, উদ্ধার ৮০৯ বোতল ফেনসিডিল
খবর পেয়ে দ্রুত বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। এরপর শুরু হয় অজগর উদ্ধার অভিযান। দীর্ঘ প্রচেষ্টার পর অজগর সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও এই একই এলাকা থেকে অজগর সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে। এদিন আবারও সেই এলাকা থেকে অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। লোকালয়ে লাগাতার অজগর হানায় আতঙ্কে এলাকাবাসী।
advertisement
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 14, 2026 12:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Python Rescue: ঝোপের আড়ালে খসখস শব্দ! কাছে যেতেই আত্মারাম খাঁচা, লোকালয় থেকে ১৫ ফুটের অজগর উদ্ধার, বানারহাটে চাঞ্চল্য











