Murshidabad News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার! পুলিশের সারপ্রাইজ ভিজিটে ভেস্তে গেল প্ল্যান, উদ্ধার ৮০৯ বোতল ফেনসিডিল
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad Phensedy Smuggling: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার করার আগেই প্রচুর পরিমাণ ফেনসিডিল-সহ গ্রেফতার এক যুবক। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রানিনগর এলাকা থেকে ৮০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রানিনগর থানার পুলিশ।
রানিনগর, মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: পাচার করার আগেই প্রচুর পরিমাণ ফেনসিডিল-সহ গ্রেফতার এক যুবক। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়েই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে মাঝ পথেই ফেনসিডিল পাচার রুখে দিল পুলিশ।
মঙ্গলবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানিনগর থানার সরলাবালা হাই স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় রানিনগর থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি চারচাকা গাড়িকে সন্দেহবশত দাঁড় করায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালানো হয়। এরপরেই উদ্ধার হয় ৮০৯ বোতল ফেনসিডিল। এরপরেই গাড়িচালক যুবককে গ্রেফতার করে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ শীতের রাতে স্কুলে নিশি কুটুম্বের হানা! গুরুত্বপূর্ণ নথিও উধাও, টের পেল না কেয়ারটেকার, সোনারপুরে চাঞ্চল্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম হাসানুরজ্জামান। তার বাড়ি ডোমকলের কামড়দেয়ার ঘাটপাড়া এলাকায়। ধৃত যুবককে বুধবার বহরমপুর জেলা আদালতে তোলা হবে। বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মালদহে কনভয় থামিয়ে শিশুদের বনভোজনে সামিল স্বয়ং রাজ্যের মন্ত্রী! ধরলেন খুন্তি, পিকনিকের আনন্দে শৈশবের স্মৃতিচারণ, দেখুন ভিডিও
কোথায় থেকে আনা হচ্ছিল এই ফেনসিডিল, কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, কারা জড়িত রয়েছে পাচার কারবারের সঙ্গে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
Location :
Murshidabad,West Bengal
First Published :
Jan 14, 2026 11:37 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার! পুলিশের সারপ্রাইজ ভিজিটে ভেস্তে গেল প্ল্যান, উদ্ধার ৮০৯ বোতল ফেনসিডিল









