Malda News: মালদহে কনভয় থামিয়ে শিশুদের বনভোজনে সামিল স্বয়ং রাজ্যের মন্ত্রী! ধরলেন খুন্তি, পিকনিকের আনন্দে শৈশবের স্মৃতিচারণ, দেখুন ভিডিও
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Malda News: শীত পড়তেই রাজ্যজুড়ে পিকনিকের আমেজ। মালদহে শিশুদের বনভোজনে সামিল হলেন স্বয়ং রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পিকনিকের আনন্দে সামিল হয়ে নিজের শৈশবের স্মৃতিতে ফিরলেন মন্ত্রী।
মালদহ, জিএম মোমিন: শীত পড়তেই রাজ্যজুড়ে ফিরে এসেছে পিকনিকের আমেজ। জঙ্গল, নদীর পাড় থেকে শুরু করে বিভিন্ন পর্যটনস্থল সব জায়গাতেই বনভোজনের আনন্দে মেতে উঠেছেন মানুষজন। এবার মালদহে শিশুদের বনভোজনে সামিল স্বয়ং রাজ্যের প্রতিমন্ত্রী। আজও প্রযুক্তির ভিড়ে হারিয়ে না গিয়ে, গ্রামের শিশুরা নিজেদের শৈশবকে আঁকড়ে ধরে রেখেছে।
ছোট ছোট খেলনা বাসনপত্র, হাঁড়ি-পাতিল নিয়ে নিজেরাই রান্না করছে, খাবার বানিয়ে বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছে পিকনিকের আনন্দ। এমনই এক হৃদয়ছোঁয়া দৃশ্য ধরা পড়ল মালদহ জেলার কালিয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই শিশুদের পিকনিক শুধু স্থানীয়দেরই নজর কাড়েনি, বরং নজর কেড়েছে রাজ্যের এক প্রতিমন্ত্রীরও। কনভয় নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
advertisement
আরও পড়ুনঃ ৬০ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে গঙ্গাসাগরে বিরাট সাফল্য প্রশাসনের! মেলা প্রাঙ্গণ থেকে ১১২ জন গ্রেফতার
শিশুদের এই স্বতঃস্ফূর্ত আয়োজন দেখে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কিছুটা সময় কাটালেন তিনি। শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের পিকনিকের আনন্দে সামিল হয়ে নিজের শৈশবের স্মৃতিতেও ফিরে যান প্রতিমন্ত্রী।
advertisement
আরও পড়ুনঃ সোনারপুরের স্কুলে চুরি! অফিস রুমের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট, সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা
এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “বর্তমান প্রযুক্তির যুগে ছোট থেকে বড় সকলেই আজ মোবাইলের প্রতি আসক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এই শিশুদের এমন সহজ, স্বাভাবিক ও সৃজনশীল আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। তাদের এই পিকনিক দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। আমরাও ছোটবেলায় বাড়ি থেকে নানা রকম ছোট বাসনপত্র নিয়ে বন্ধুদের সঙ্গে পিকনিক করতাম। এখন পিকনিকের মরশুম চলছে, বড়দের দেখে শিশুরাও নিজেদের মতো করে এমন আয়োজন করছে এটা দেখে খুব ভাল লাগছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনে যেখানে শৈশব ধীরে ধীরে মোবাইলের পর্দায় বন্দি হয়ে পড়ছে, সেখানে আজও গ্রাম বাংলার কিছু শিশু খেলাধুলা আর কল্পনার মধ্য দিয়ে পিকনিকের আনন্দ উপভোগ করছেন। এই দৃশ্য নিঃসন্দেহে সকলকেই আপ্লুত করেছে। প্রযুক্তির ভিড়েও যে গ্রাম বাংলার শিকড়, ঐতিহ্য আর শৈশবের সরল আনন্দ আজও অটুট রয়েছে। মালদহের কালিয়াচকের এই ছবি তারই জীবন্ত উদাহরণ।
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 13, 2026 9:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: মালদহে কনভয় থামিয়ে শিশুদের বনভোজনে সামিল স্বয়ং রাজ্যের মন্ত্রী! ধরলেন খুন্তি, পিকনিকের আনন্দে শৈশবের স্মৃতিচারণ, দেখুন ভিডিও








